Monday, 8 October 2018

কি সাহস ! জাল ডিগ্রি নিয়ে দিল্লি বিশ্বাস বিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন এবিভিপি নেতা

ওয়েব ডেস্ক ৮ই অক্টোবর ২০১৮ : বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী  স্মৃতি  ইরানি প্রথমে দাবি করেছিলেন তিনি স্নাতক কিন্তু পরবর্তী কালে তাকে ঢোক গিলতে হয়েছিল এবং প্রমতিতো হয়েছিল বারো ক্লাসের বেশি তিনি এগোতে পারেননি এবার সেই দশাই কি আরম্ভ হয়েছে এবিভিপি নেতা অঙ্কিব বাসোয়ার ?এই কয়েকদিন আগেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের সভাপতি নির্বাচিত  তিনি , এবং তার অনেক আগে থেকেই বিরোধীরা বলে আসছিল অঙ্কিবের শংসাপত্রটিই ভুয়ো ছাড়া অন্য কিছু নয় ।প্রসঙ্গত দিল্লি বিশ্ববিদ্যালয়ে এম.এর জন্য যেই  বিশ্ববিদ্যালয়ের বি.এর মার্কশীট জমা দিয়েছিলেন অঙ্কিব, তামিলনাড়ুর সেই বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে, অঙ্কিব কোনও কালেই তাদের ছাত্র ছিলেন না।


অঙ্কিবের ‘‌জালিয়াতি’‌কে সামনে এনে ওঁৎ পেতে বসে থাকা কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই–‌‌সহ অন্য বিরোধী সংগঠনগুলি সুর ছড়িয়েছে । অঙ্কিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে তারা।তামিলনাড়ু সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক বলেছেন, ভেলোরের তিরুবল্লুবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরকে লিখিতভাবে জানিয়েছেন, এবিভিপি নেতা অঙ্কিব ওই বিশ্ববিদ্যালয় অথবা তাঁদের কোনও কলেজে পড়াশোনা করেননি। তাঁর মার্কশিটটি নকল। তবে, এই বিষয়ে অঙ্কিব নিজে কোনও মন্তব্য করতে রাজি হননি।তবে এবিভিপি ভাঙবে তবুও মচকাবেনার মনোভাব নিয়েছে , তারা বলছে অঙ্কিব বাসোয়াকে যখন দিল্লি বিশ্ববিদ্যালয়  ভর্তি নিয়েছিল ,তখন তার মার্কশীট যাচাই করেই নিয়েছিল , এখন যাচাই করার অধিকার শুধু মাত্র দিল্লি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষেরই আছে , কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই–‌‌সহ অন্য বিরোধী সংগঠনগুলি নেই । এই কথাতেই আরো বেশি করে বিড়ম্বনার  মধ্যে পড়েছেন স্বয়ং অঙ্কিব ।

No comments:

Post a Comment

loading...