ওয়েবডেস্ক ৫ই অক্টোবর ২০১৮ : লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে বিজেপি ততই কোনঠাসা হয়ে পড়ছে । প্রধানমন্ত্রীর বাণী এখন বিজেপির দিকেই ধেয়ে আসছে সমালোচনা হিসেবে ।একবছর আগে ছোঁড়া প্রধানমন্ত্রীর বানে তাঁকেই বিদ্ধ করলেন কংগ্রেস নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একই মন্তব্য করে আক্রমণ করলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে।
তিনি বৃহস্পতিবার জানিয়েছেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে বিজেপি এবং আরএসএস নেতাদের বাড়ির কুকুরও শহিদ হয় নি। একবছর আগে নরেন্দ্র মোদিও একই মন্তব্য করে কংগ্রেসকে কটাক্ষ করেছিল। মহারাষ্ট্রের জলগাঁও জেলার ফয়েজপুরের জনসভাতে বক্তব্য করতে গিয়ে এমনই জানিয়েছেন এআইসিসির সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘আমরা (কংগ্রেস) এই দেশের জন্য নিজেদের জীবন দিয়ে দিয়েছি এবং আত্মত্যাগ করেছি। এই দেশের জন্য রাজীব গান্ধী নিজের প্রাণ দিয়েছেন। আমায় বলুন, ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য বিজেপি বা আরএসএস নেতাদের বাড়ির কুকুরও মরেছে কী? আমাদের বলুক, তাদের দলের কোন ব্যক্তি জেলে গিয়েছেন?’ গত বছরের ফেব্রুয়ারির শেষের দিকে প্রধানমন্ত্রী লোকসভাতে একই মন্তব্য করে আক্রমণ করেছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘গান্ধীজি, ইন্দিরা জির মত ব্যক্তিত্বরা দেশের একতার জন্য আত্মত্যাগ করেছেন। আপনাদের পক্ষ থেকে কারা ছিল? একটা কুকুরও ছিল না।’ এর পরেও লোকসভায় নরেন্দ্র মোদি বলেন, ‘ভগত সিং এবং চন্দ্র শেখর আজাদের মত স্বাধীনতা সংগ্রামীদের কথা কংগ্রেস কখনই বলে না। তারা মনে করে একটা পরিবারই স্বাধীনতার জন্য লড়েছে।’
এখন নিজের কথাই আবার গিলতে হবেনাতো প্রধানমন্ত্রীর ?অনেকেরই এটাই প্রশ্ন ।
তথ্য কৃতজ্ঞতা স্বীকার "আজকাল"
তিনি বৃহস্পতিবার জানিয়েছেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে বিজেপি এবং আরএসএস নেতাদের বাড়ির কুকুরও শহিদ হয় নি। একবছর আগে নরেন্দ্র মোদিও একই মন্তব্য করে কংগ্রেসকে কটাক্ষ করেছিল। মহারাষ্ট্রের জলগাঁও জেলার ফয়েজপুরের জনসভাতে বক্তব্য করতে গিয়ে এমনই জানিয়েছেন এআইসিসির সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘আমরা (কংগ্রেস) এই দেশের জন্য নিজেদের জীবন দিয়ে দিয়েছি এবং আত্মত্যাগ করেছি। এই দেশের জন্য রাজীব গান্ধী নিজের প্রাণ দিয়েছেন। আমায় বলুন, ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য বিজেপি বা আরএসএস নেতাদের বাড়ির কুকুরও মরেছে কী? আমাদের বলুক, তাদের দলের কোন ব্যক্তি জেলে গিয়েছেন?’ গত বছরের ফেব্রুয়ারির শেষের দিকে প্রধানমন্ত্রী লোকসভাতে একই মন্তব্য করে আক্রমণ করেছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘গান্ধীজি, ইন্দিরা জির মত ব্যক্তিত্বরা দেশের একতার জন্য আত্মত্যাগ করেছেন। আপনাদের পক্ষ থেকে কারা ছিল? একটা কুকুরও ছিল না।’ এর পরেও লোকসভায় নরেন্দ্র মোদি বলেন, ‘ভগত সিং এবং চন্দ্র শেখর আজাদের মত স্বাধীনতা সংগ্রামীদের কথা কংগ্রেস কখনই বলে না। তারা মনে করে একটা পরিবারই স্বাধীনতার জন্য লড়েছে।’
এখন নিজের কথাই আবার গিলতে হবেনাতো প্রধানমন্ত্রীর ?অনেকেরই এটাই প্রশ্ন ।
তথ্য কৃতজ্ঞতা স্বীকার "আজকাল"
No comments:
Post a Comment