Tuesday, 13 November 2018

এবার এন ডি এর থেকে বেরিয়ে আসতে চাইছে আরএলএসপি , সোশ্যাল মিডিয়ায় ঝড়

ওয়েব ডেস্ক ১৩ই  নভেম্বর ২০১৮ : যতই ২০১৯ লোকসভা ভোট এগিয়ে আসছে বিজেপির  শরিকি দল একে একে এন ডি এ ছেড়ে বেরিয়ে আসছে ।সূত্রের খবর অনুসারে শরিকি দল গুলো যে আশা বা আকাঙ্খা নিয়ে বিজেপির সাথে হাত মিলিয়ে ছিল এই কবছরে তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে তাই কোনো ছুতোর সাহায্য নিয়ে তারা এন ডি এ ছেড়ে বেরিয়ে আসছে ।


প্রসঙ্গত জোট ছেড়ে বেরিয়ে আসতে পারে উপেন্দ্র খুশওয়াহারের আরএলএসপি। এমনই জল্পনা রাজনৈতিক মহলে। কারণ এনডিএ আরও এক শরিক জেডিইউ। সে দলের নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে খুশওয়াহার সম্পর্ক মোটেই মধুর নয়। ইতিমধ্যেই এই দুই শরিকের মধ্যে বিবাদ আরও বেড়েছে। আরএলএসপি’‌র দুই বিধায়ক জেডিইউতে চলে যাচ্ছেন। এই খবর আসতেই নীতীশ কুমারের বিরুদ্ধে তোপ দাগেন খুশওয়াহা।নীতীশকে দল ভাঙানোর খেলায় পারদর্শী আখ্যা দিয়েছেন খুশওয়াহা। তবে এটাই নতুন নয়। আগেও একাধিকবার নীতীশের বিরুদ্ধে তোপ দেগেছেন খুশওয়াহা। অন্যদিকে বিজেপির ওপরেও তিনি ক্ষুব্ধ। জেডিইউকে এনডিএতে ঢোকানোর জন্য কিছুতেই নিজের আসনের জলাঞ্জলি তিনি চান না বলে সাফ জানিয়ে দেন খুশওয়াহা। ২০১৪ সালে চারটে আসনে প্রার্থী দিয়েছিল আরএলএসপি। কিন্তু এখন জেডিইউ–এর সঙ্গে বিজেপির সমসংখ্যক আসন বণ্টনের সিদ্ধান্ত হওয়ায় আরএলএসপির ভাগ্য জুটতে পারে মাত্র দুটি আসন। এই রফা যে তিনি মেনে নেবেন না বলে সাফ জানিয়েছেন খুশওয়াহা।বিদ্যজনেদের একাংশের বক্তব্য , বিজেপি যেই প্রতিস্তুতি দিয়েছিলো সরকারে আসবার আগে তার একটাও পূরণ করতে পারেনি , তাই শরিক দল গুলো তাদের ছেড়ে বেরিয়ে আসছে ।অবিলম্বে বিজেপি যদি দেশের মানুষের জন্য কিছু না করে তাহলে আগামী দিনে বৈতরণী পার হওয়া অসম্ভব হবে বিজেপির পক্ষে ।

No comments:

Post a Comment

loading...