ওয়েব ডেস্ক ১৫ই নভেম্বর ২০১৮ : দিলীপ ঘোষের রাস্তায় হাঁটলেননা অনুব্রত মন্ডল , দিলীপ ঘোষ যে ভাবে গতকাল কদর্য ভাষা (কুকুর বলেছিলেন )ব্যবহার করেছিলেন অনুব্রতর মন্ডলের জন্য, ঠিক তার উল্টো পথে হেটে চ্যালেঞ্জের সহিত রাজনৈতিক ভাবে মোকাবেলার কথা শোনা গেল অনুব্রত বাবুর মুখ থেকে । প্রসঙ্গত বুধবার লাভপুরে বিজেপি কর্মী তাপস বাগদির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে বোলপুরে বিক্ষোভ সমাবেশে যোগ দেন দিলীপ। প্রথমে লাভপুরে সভা করার কথা থাকলেও অনুমতি না মেলায় বোলপুরে সভা করেন। ওই সভাতেই বিজেপি–র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায় এবারের নির্বাচনে যেখানেই দঁাড়ান, সেখানেই হারবেন।’
এরই পাল্টা অনুব্রত বলেন, ‘ক্ষমতা থাকলে দিদির বিরুদ্ধে মোদি, অভিষেকের বিরুদ্ধে অমিত শাহ–কে দঁাড় করাক বিজেপি। কথার কথা বললে হবে না।’ দিলীপ ঘোষের হুমকির জবাবে অনুব্রত বাবু এদিন বলেন,‘দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও কংগ্রেস ও বামফ্রন্ট এই রাজ্যে কোনও উন্নয়নই করেনি। মানুষকে বিভ্রান্ত করেছেন। উন্নয়নের গল্পই করে গিয়েছেন। তাতে মানুষের জীবনযাত্রার কোনও পরিবর্তন হয়নি। অন্যদিকে মাত্র ৭ বছরে মমতা ব্যানার্জি উন্নয়ন করে দেখিয়ে দিয়েছেন, রাজ্যের অবস্থা কেমন করা যায়! আজ মানুষ তা বুঝতে পারছে। মানুষ এসব ভুলে যাবে? ভুলবে না। তারা কখনও বিজেপি–কে এই রাজ্যে স্থান দেবে না।’ অনুব্রতর সোজাসাপ্টা বক্তব্য, ‘রথ তো আষাঢ় মাসে হয়। সেই পবিত্র রথ মানুষ টেনে নিয়ে যায়। রথে কি কখনও শাবল, গঁাইতি থাকে? তা হলে এটা কীসের রথ? দাঙ্গার রথ?বিদ্যজনেদের একাংশের অভিমত অনুব্রত মন্ডল , তার বক্তিতায় একটাও কদর্য ভাষার ব্যবহার করেননি , এটা ভীষণই প্রশংসনীয় ।বাংলার রাজনীতি যে এটা নয় সেটা মনে রাখা জন্য অনুব্রত মন্ডলের কোনো প্রশংসাই যথেষ্ট নয় । তিনি মোকাবেলা করেছেন সেটা রাজনৈতিক ভাবে , ভুল পথে চালিত হয়ে নয় ।
No comments:
Post a Comment