ওয়েব ডেস্ক ২৫ শে নভেম্বর ২০১৮ : বিজেপি সরকারের চোখের সামনে দিয়ে কয়েক হাজার কোটি টাকা নিয়ে গেল নীরব মোদী এবং মেহুল চোকসি , শুধু তাই নয় বিজয় মালিয়াও লন্ডন পালিয়ে গেলেন সুটকেস ভর্তি টাকা নিয়ে , সেগুলো আটকাতে পারলেননা বিজেপির চৌকিদার , কিন্তু মানুষের ন্যায্য টাকা সেটাও কি দিতে অনীহা ? এখন সোশ্যাল মিডিয়ায় এই নিয়েই ট্রলড হচ্ছে । প্রসঙ্গত বিজেপি শাসিত মহারাষ্ট্রে একটা লজ্জা জনক ঘটনা ঘটে গেল , যার জন্য অবশ্যই বিজেপি প্রশাসনকে ঢোক গিলতে হবে ।
মহামান্য আদালতের নির্দেশ মেনেই মুম্বই হামলার দাগী অপরাধী আজমল কাসভের হয়ে লড়েছিলেন দুই সরকারি আইনজীবী আমিন সোলকর এবং ফারহান শাহ। আদালতে তাঁদের কাজ ছিল কাসভের হয়ে সওয়াল করা। ইচ্ছে না থাকলেও আদালতের নির্দেশ অমান্য করতে পারেননি তাঁরা।যখন যখন মামলার শুনানি হয়েছে তখন তখন কাসভের হয়ে সওয়াল করেছেন তাঁরা। ২০১২ সালে ২১ নভেম্বর কাসভের ফাঁসির সঙ্গে সঙ্গে এককথায় শাপমুক্তি হয় তাঁদের। কিন্তু তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটি বছর। কিন্তু সেই মামলা লড়ার জন্য যে পারিশ্রমিক দেওয়ার কথা ছিল দুই আইনজীবীকে সেটি এখনও বকেয়া পড়ে রয়েছে।বম্বে হাইকোর্ট জানিয়েছিল সহকারী সরকারি আইনজীবীর স্তর অনুযায়ী ফি দেওয়া হবে তাঁদের। নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করার পরেও কেন ফি পেলেন না এই নিয়ে প্রশ্ন তুলেছেন দুই আইনজীবী। কাসভের ফাঁসি হয়ে গিয়েছে ২০১২ সালে মহারাষ্ট্রের ইয়েরওয়াড়া জেলে। তারপরে কেটে গিয়েছে প্রায় ছ’বছর অথচ পারিশ্রমিক দেওয়া হয়নি তাঁদের।বিদ্যজনেদের একাংশের অভিমত মহারাষ্ট্র সরকারের জানা উচিত সরকারি আইনজীবীদের ক্ষেত্রে বিল জমা দেওয়া প্রযোজ্য নয় ।যেটা নিয়ে আরো একটা হাস্যকর পরিস্তিতি সৃষ্টি হয়েছে মহারাষ্ট্রে ।সোশ্যাল মিডিয়ায় অনেকেরই দাবি , বিজেপি সরকার এবার তো ঘুম থেকে উঠুক ।
মহামান্য আদালতের নির্দেশ মেনেই মুম্বই হামলার দাগী অপরাধী আজমল কাসভের হয়ে লড়েছিলেন দুই সরকারি আইনজীবী আমিন সোলকর এবং ফারহান শাহ। আদালতে তাঁদের কাজ ছিল কাসভের হয়ে সওয়াল করা। ইচ্ছে না থাকলেও আদালতের নির্দেশ অমান্য করতে পারেননি তাঁরা।যখন যখন মামলার শুনানি হয়েছে তখন তখন কাসভের হয়ে সওয়াল করেছেন তাঁরা। ২০১২ সালে ২১ নভেম্বর কাসভের ফাঁসির সঙ্গে সঙ্গে এককথায় শাপমুক্তি হয় তাঁদের। কিন্তু তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটি বছর। কিন্তু সেই মামলা লড়ার জন্য যে পারিশ্রমিক দেওয়ার কথা ছিল দুই আইনজীবীকে সেটি এখনও বকেয়া পড়ে রয়েছে।বম্বে হাইকোর্ট জানিয়েছিল সহকারী সরকারি আইনজীবীর স্তর অনুযায়ী ফি দেওয়া হবে তাঁদের। নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করার পরেও কেন ফি পেলেন না এই নিয়ে প্রশ্ন তুলেছেন দুই আইনজীবী। কাসভের ফাঁসি হয়ে গিয়েছে ২০১২ সালে মহারাষ্ট্রের ইয়েরওয়াড়া জেলে। তারপরে কেটে গিয়েছে প্রায় ছ’বছর অথচ পারিশ্রমিক দেওয়া হয়নি তাঁদের।বিদ্যজনেদের একাংশের অভিমত মহারাষ্ট্র সরকারের জানা উচিত সরকারি আইনজীবীদের ক্ষেত্রে বিল জমা দেওয়া প্রযোজ্য নয় ।যেটা নিয়ে আরো একটা হাস্যকর পরিস্তিতি সৃষ্টি হয়েছে মহারাষ্ট্রে ।সোশ্যাল মিডিয়ায় অনেকেরই দাবি , বিজেপি সরকার এবার তো ঘুম থেকে উঠুক ।
No comments:
Post a comment