Wednesday, 21 November 2018

বীজপুরে অভাবনীয় সাফল্যের জন্যে সংবর্ধিত হলেন জননেত্রী আলোরানী সরকার

ওয়েব ডেস্ক ২০ নভেম্বর ২০১৮: ওয়েব ডেস্ক ২০ নভেম্বর ২০১৮: ভালো কাজের  স্বীকৃতি তৃণমূল কংগ্রেসে আছেই, সেটা আরও একবার প্রমাণিত হলো ।দেবশ্রী রায় তৃণমূলের বিধায়িকা একজন পশু প্রেমিক । তার পুরোহিত্যে কলকাতার ২৪শের পল্লীতে আয়োজিত হয় জলাতঙ্ক রোধক টিকাকরণ এবং বিনা ব্যয়ে সারমেয় সহ স্বাস্থা পরীক্ষা সহ সচেতনতা শিবির ।প্রধান অতিথি যেমন ছিলেন জনাব ফিরহাদ হেকিম মহাশয় , তেমনি উপস্থিত  বিজ্পুরের তৃণমূলের "এগ্রেসিভ " নেত্রী বলে পরিচিত মাননীয়া আলোরানী সরকার যিনি প্রচারের অন্তরালে থেকেই , তৃণমূল স্তর থেকেই  খাঁটি সংগঠন গড়ে তোলার কাজে অবিরাম লিপ্ত । শ্রীমতি সরকার যিনি মনে করেন সমাজের  প্রকৃত উন্নয়নের জন্য আমাদের সকলকেই সমাজ দরদী হতে হবে । তার এই ফর্মুলা বীজপুরে অভাবনীয় সাফল্য এনেছে  ।  শ্রীমতি সরকারকে তার ভালো কাজের জন্য সংবর্ধনা দেওয়া হয় মঞ্চে ।  

No comments:

Post a Comment

loading...