Sunday, 25 November 2018

মোদী আসবে, মোদী যাবে ,কেন এ কথা বললেন প্রধানমন্ত্রী ? জোর জল্পনা

ওয়েব ডেস্ক ২৫ শে নভেম্বর ২০১৮ : লোকসভা ভোটের আগে এসব কি হচ্ছেটা কি বিজেপির  সঙ্গে ? এতো দুর্যোগই বা কেন নেমে আসছে বিজেপিতে ? তাহলে লোকসভা ভোটে হারের আগাম বার্তা ঈশ্বরের কাছ থেকে আসছে ? এখন এইসব কথাগুলোই মানুষের মুখে মুখে । প্রসঙ্গত  শনিবার এলাহি আয়োজন করে রোড শো শুরু করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ক্ষমতা প্রদর্শনে জন্য বিজেপি সমর্থকরা উপচে পড়েছিলেন সেই র‌্যালিতে।জমজমাট সমাবেশে হঠাৎ ঘটল ছন্দপতন। ভূপালের তুলসী পার্ক এলাকায় হঠাৎই নিজের গাড়ি থেকে পড়ে যান অমিত শাহ। পড়ে গিয়ে যে অপ্রস্তুত হয়ে পড়েছিলেন তা বলাই বাহুল্য। যাতে কেউ বুঝতে না পারে সঙ্গে সঙ্গে দেহরক্ষী তাঁকে টেনে তুলে আনেন। অমিত শাহও গাড়িতে উঠেই এমন ভঙ্গিতে হাত নাড়তে শুরু করেন যেন কিছুই হয়নি। কিন্তু সংবাদ মাধ্যমের ক্যামেরা সেটা ধরা পড়ে যায়। খবরের চ্যানেলগুলি সে সুযোগ ছাড়েনি। টেলিভিশনের পর্দায় দেখানোর সঙ্গে সঙ্গে অমিত শাহের এই পতন সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে গিয়েছে। কয়েকদিন আগে ভোট প্রচারে গিয়ে হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পড়ে গিয়েছিলেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। বিদ্যজনেদের একাংশের অভিমত এটাই শেষের শুরু বিজেপির , এটাই তারই  ইঙ্গিত ।  পশ্চিম বাংলা থেকে যখন সিপিএম দীর্ঘ ৩৪ বছরের কু শাসনের পর বিতাড়িত হয়েছিল ঠিক তার আগে এরকমই দুর্যোগ নেমে এসেছিল সিপিএম এ  । কমরেড মনে পড়ছে তো ?  

No comments:

Post a Comment

loading...