ওয়েব ডেস্ক ২৩ শে নভেম্বর,২০১৮ :কাজ কিছুই করবনা কিন্তু মানুষের মনে গিমিক তৈরী করে ভোট আদায় করবো ।বিগত বাম শাসনে আমরা দেখেছি মিথ্যার প্রচার করে মানুষের কাছে ভোট আদায় করতে , এবং যখনি কোনো সাধারণ ব্যক্তি প্রশ্ন করতেন , তখন হয় সিপিএম তাদের হার্মাদ বাহিনীকে দিয়ে রাতের অন্ধকারে খুন করেছে ,নয়তো অন্য রাজনৈতিক দলের ওপর দোষ দিয়ে দায় এড়িয়েছে , কিন্তু এদিক থেকে যেই সব মানুষকে ভুল বুঝিয়ে ছিল তাদের ভোটে পাঁচটা বছর রাজ্যত করে গেছে ।
এবার সেই রকমই পন্থা অনুসরণ করল বিজেপি , কিন্তু একটু অন্য ভাবে , শুধু বিজ্ঞাপনের ওপর ভিত্তি করে পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বড় বড় কোম্পানিকে পেছনে ফেলে দিল ।ক্রেতাকে আকর্ষণ করতে বিজ্ঞাপনদাতাদের তালিকায় সবসময়ই শীর্ষে থাকে হিন্দুস্থান ইউনিলিভার, রেকিট বেঙ্কিসর, আমাজন, বিমল পান মশলা, ট্রিভাগো, নেটফ্লিক্স প্রভৃতি সংস্থা। কিন্তু সাম্প্রতিক পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে ভোটদাতাদের আকর্ষণ করতে এবার সবাইকে পেছনে ফেলে প্রথম স্থান দখল করেছে বিজেপি। এর আগের সপ্তাহে বিজেপি দ্বিতীয় স্থানে ছিলো। এই তালিকায় প্রথম ১০ বিজ্ঞাপনদাতার মধ্যে কংগ্রেস নেই বলেও জানা গেছে। ব্রডকাস্ট অডিয়ান্স রিসার্চ কাউন্সিল (বার্ক)–এর রিপোর্টে এই তথ্য সামনে এসেছে।বার্ক-এর তথ্য অনুসারে নভেম্বর ১০ থেকে ১৬ তারিখের মধ্যে টেলিভিশনে বিজেপির বিজ্ঞাপন দেখানো হয়েছে ২২,০৯৯ বার। যেখানে নেটফ্লিক্স-এর বিজ্ঞাপন চলেছে ১২,৯৫১ বার, ট্রিভাগো ১২,৭৯৫ বার, সন্তুর সাবান ১১,২২২ বার, ডেটল লিকুইড সাবান ৯,৪৮৭ বার, ওয়াইপ ৯,০৮২ বার, কোলগেট ডেন্টাল ক্রিম ৮,৯৩৮ বার, ডেটল টয়লেট সাবান ৮,৬৩৩ বার, আমাজন প্রাইম ভিডিও ৮,০৩১ বার এবং আয়ুর ফেস ক্রিম ৭,৯৬২ বার।বিদ্যজনেদের একাংশের অভিমত এতো টাকা বিজেপি পাচ্ছে কথা থেকে ? বিজ্ঞাপন তারা করতেই পারে কিন্তু এতো টাকা কথা থেকে আসছে এই চিন্তাটাও মানুষের মনে ঘনীভূত হচ্ছে ।
এবার সেই রকমই পন্থা অনুসরণ করল বিজেপি , কিন্তু একটু অন্য ভাবে , শুধু বিজ্ঞাপনের ওপর ভিত্তি করে পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বড় বড় কোম্পানিকে পেছনে ফেলে দিল ।ক্রেতাকে আকর্ষণ করতে বিজ্ঞাপনদাতাদের তালিকায় সবসময়ই শীর্ষে থাকে হিন্দুস্থান ইউনিলিভার, রেকিট বেঙ্কিসর, আমাজন, বিমল পান মশলা, ট্রিভাগো, নেটফ্লিক্স প্রভৃতি সংস্থা। কিন্তু সাম্প্রতিক পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে ভোটদাতাদের আকর্ষণ করতে এবার সবাইকে পেছনে ফেলে প্রথম স্থান দখল করেছে বিজেপি। এর আগের সপ্তাহে বিজেপি দ্বিতীয় স্থানে ছিলো। এই তালিকায় প্রথম ১০ বিজ্ঞাপনদাতার মধ্যে কংগ্রেস নেই বলেও জানা গেছে। ব্রডকাস্ট অডিয়ান্স রিসার্চ কাউন্সিল (বার্ক)–এর রিপোর্টে এই তথ্য সামনে এসেছে।বার্ক-এর তথ্য অনুসারে নভেম্বর ১০ থেকে ১৬ তারিখের মধ্যে টেলিভিশনে বিজেপির বিজ্ঞাপন দেখানো হয়েছে ২২,০৯৯ বার। যেখানে নেটফ্লিক্স-এর বিজ্ঞাপন চলেছে ১২,৯৫১ বার, ট্রিভাগো ১২,৭৯৫ বার, সন্তুর সাবান ১১,২২২ বার, ডেটল লিকুইড সাবান ৯,৪৮৭ বার, ওয়াইপ ৯,০৮২ বার, কোলগেট ডেন্টাল ক্রিম ৮,৯৩৮ বার, ডেটল টয়লেট সাবান ৮,৬৩৩ বার, আমাজন প্রাইম ভিডিও ৮,০৩১ বার এবং আয়ুর ফেস ক্রিম ৭,৯৬২ বার।বিদ্যজনেদের একাংশের অভিমত এতো টাকা বিজেপি পাচ্ছে কথা থেকে ? বিজ্ঞাপন তারা করতেই পারে কিন্তু এতো টাকা কথা থেকে আসছে এই চিন্তাটাও মানুষের মনে ঘনীভূত হচ্ছে ।
No comments:
Post a comment