Friday, 30 November 2018

ইলেক্টটাল বন্ডস : বিজেপির পকেটেই ৯৫ % টাকা ঢুকেছে

ওয়েব ডেস্ক ৩০শে নভেম্বর, ২০১৮: সুপরিকল্পিত ভাবে রোজগার কি না সেটা এখনই বলা মুশকিল তবে এটাই বাস্তব বিজেপি সরকারের  আমলে ছাড়া ইলেক্টোরাল বন্ডস যেটা বাজারে এসেছিল তাতে সব থেকে বেশি বিজেপি দলটিই  লাভবান হয়েছে অন্য দল গুলোর তুলনায় ।২০১৭-২০১৮ অর্থবর্ষে সমগ্র বন্ডের ৯৪.% , যেটা দাঁড়াচ্ছে ২১০ কোটি টাকায় সেটা বিজেপির তহবিলে পৌঁছিয়েছে ।তাৎপর্য্য এইখানেই , বিজেপি তাদের অডিট এবং ইনকাম ট্যাক্স সংক্রান্ত যেই রিপোর্টটি নির্বাচন কমিশনার সামনে রেখেছে তাকে বলা হয়েছে সেচ্ছাসেবক দানের মাধ্যমে এই অর্থ তাদের তহবিলে এসেছে  

এখানেই শেষ নয় চলতি অর্থবর্ষে মার্চ মাসে ইতিমধ্যেই প্রথম কিস্তি হিসাবে ২২২ কোটি টাকার বন্ড বাজারে ছাড়া হয়েছে  ।প্রসঙ্গত গত অর্থবর্ষে নিয়ম বহির্ভূত ভাবে বাজার থেকে ১০২৭  কোটি টাকা বিজেপি তুলেছিল যেখানে তোলার অনুমতি ছিল ১০০০ কোটি টাকা ২০১৭ -২০১৮ অর্থ বর্ষে ।রিপোর্টে বলা হয়েছে ৭৫৮ কোটি টাকা ইতিমধ্যেই খরচ করাহয়েছে যার মধ্যে ৫৬৭ কোটি টাকা নির্বাচন সংক্রান্তে খরচ হয়েছে ,২২ কোটি টাকা কর্মচারীদের মাইনে দেওয়া হয়েছে , আর ১৪৩ কোটি টাকা খরচ করা হয়েছে প্রশাসনিক কাজ কর্মে ।আরো চাঞ্চল্যকর তথ্য হল, যেই আয় এবং ব্যয়ের হিসাব দেখানো হয়েছে ২০১৭ -২০১৮ অর্থ বর্ষে , কিন্তু তথ্য বলছে বন্ড গুলো বাজারে ছাড়া হয়েছিল মার্চ মাসের -১০ তারিখের মধ্যে এবং সরকার  লোকসভাতে বলেছিল ২২২ কোটি টাকার বন্ড প্রথম কিস্তিতেই বাজারে কেনা হয়েছে , কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী যেটা তথ্য  অধিকার আইনের ব্যবহার করার জন্য দিতে বাধ্য হয়েছে , সেখানে দেখা যাচ্ছে ৬০০ কোটি টাকার বন্ড বিক্রি করা হয়েছে চলতি বছরের মার্চ মাস থেকে অক্টোবরের মধ্যে যেটা ২০১৮-২০১৯ সালের অডিট রিপোর্টে ধরা পর্বে সামনের বছরে 

No comments:

Post a Comment

loading...