Sunday, 4 November 2018

সমীক্ষার রিপোর্ট অনুসারে বিজেপির হাতছাড়া হতে পারে রাজস্থান , পড়ুন

ওয়েব ডেস্ক ৪ঠা  নভেম্বর ২০১৮ :রাজস্থানে আসন্ন বিধানসভার নির্বাচনে বিজেপির বৈতরণী পার হওয়া মুশকিল বলেই মনে হচ্ছে । বিদ্যজনেদের একাংশের অভিজ্ঞতা থেকে সেই খবর আগে পাওয়া গেলেও সমীক্ষা রিপোর্টও একই কথা বলছে ।যা বেজায় কপালে ভাজ ফেলেছে বিজেপি শীর্ষ স্থানীয় নেতাদের ।যদিও মুখে তারা আলিমুদ্দিনের নেতাদের মত আসার বাণী শুনিয়েই যাচ্ছে কিন্তু সূত্রের খবর অনুসারে জেতার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি ।প্রসঙ্গত টাইমস নাও ও সিএনএক্স যৌথ ভাবে রাজস্থানের ৬৭ টি লোকসভা এলাকায় ৮,০৪০ জনের ওপর একটি সমীক্ষা করেছিল । এই সমীক্ষা অনুযায়ী রাজস্থানে কংগ্রেস ২০০টি আসনের মধ্যে ১১০ থেকে ১২০টি আসনে জয়লাভ করতে পারে।অপরদিকে ২০১৩ সালে বিজেপি যেখানে ১৬৩টি আসনে জিতে রাজস্থানে ক্ষমতায় এসেছিল সেখানে এবারে বিজেপি পেতে পারে মাত্র ৭০ থেকে ৮০টি আসন।ভোট শতাংশের দিক থেকে অবশ্য কিছুটা পিছিয়ে বসুন্ধরা রাজের সরকার। টাইমস নাও ও সিএনএক্স-এর সমীক্ষা অনুযায়ী রাজস্থানে কংগ্রেস ৪৩.৫ শতাংশ ভোট পেতে পারে। যেখানে বিজেপির ঝুলিতে যেতে পারে মাত্র ৪০.৩৭ শতাংশ ভোট।সমীক্ষা অনুযায়ী কিছু আসন বিএসপি ও অন্যান্য দলও পেতে পারে। বিএসপি ১ থেকে ৩টি আসন পেতে পারে। অন্যান্য দল পেতে পারে ৭ থেকে ৯টি আসন। শতাংশের দিক থেকে বিএসপি পেতে পারে ২.৮৮ শতাংশ ও অন্যান্য দল ১৩.৫৫ শতাংশ ভোট।এই যদি অবস্থা হয় তাহলে বিজেপির রাজস্থান হাতছাড়া হচ্ছে এখনই বলে দেওয়া যায়, বলে মনে করছেন বিদ্যজনেদের একাংশ । তবে কর্ম সংস্থান ১৭ শংতাংশের বেশি বিজেপি দিতে পারেনি বলেই এই অবস্থা কিনা সেটা এখনো পরিষ্কার হয়নি । 

No comments:

Post a Comment

loading...