Sunday, 4 November 2018

এবার স্ট্যাচু অফ উনিটি নিয়ে ক্যাগের প্রশ্নের মুখে কেন্দ্রীয় সরকার , সোশ্যাল মিডিয়ায় ঝড়

ওয়েব ডেস্ক ৪ঠা  নভেম্বর ২০১৮ : স্ট্যাচু অফ উনিটি , উদ্বোধন বেশ ভালো ভাবেই করেছিলেন নরেন্দ্র মোদী মহাশয় কিন্তু তার পরেই ছন্দ  পতন ঘটছে বলে মনে হচ্ছে ।  অবশ্য ঘটনা প্রবাহ যে দিকে এগোচ্ছে  এ কথাটা মনে করা অমুলূক কিছু নয় ।বিদ্যজনেদের একাংশের এরকমই অভিমত ।   প্রসঙ্গত সর্দার বল্লভ ভাই প্যাটেলের স্ট্যাচু অফ উনিটি গড়তে খরচ হয়েছে ২৯৮৯ কোটি টাকা এবং এর সিংহ ভাগটাই রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলির কাছ থেকে নেওয়া হয়েছে বলে খবর ।
  রাষ্ট্রায়ত্ত সংস্থা ও এন জি সি, হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন-এর মত সংস্থাগুলি। কীসের ভিত্তিতে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি এই বিশাল অঙ্কের অর্থ দিয়েছে তা নিয়ে কম্প্রটোলার অ্যান্ড অডিটর জেনারেল প্রশ্ন তুলেছে যা বিজেপির কপালে ভাঁজ ফেলতে শুরু করেছে ।  অবশ্য সরকারি সংস্থা থেকে বিশাল অঙ্কের এই অর্থ নিয়ে স্ট্যাচু অফ ইউনিটি বানানো হলেও সরকারি বিজ্ঞাপনে এই কথা বেমালুম অস্বীকার করা হয়েছে। সেখানে বলা হয়েছে – এই মূর্তি তৈরি করা হয়েছে সাধারণ মানুষের টাকায়।যেরকম এক সময় বাংলার বামফ্রন্ট সরকার বলতো মানুষের ইচ্ছাতেই এবং তাদের দানের পয়সাতেই কোনো কাজ সম্ভব হয়েছে , ঠিক একই ভাবে কেন্দ্রের বিজেপি সরকারও মানুষের দোহাই দিয়ে বল্লব ভাই প্যাটেলের মূর্তি গোড়ার যোক্তিকতা বোঝাবার চেষ্টা করছে  । ওই বিজ্ঞাপনে আরও জানানো হয়েছে প্রতিটি গ্রাম থেকে এই মূর্তির জন্য অর্থ সংগ্রহ করা হয়েছে,কিন্তু তার কোনো প্রমান পাওয়া যাচ্ছেনা । বিদ্যজনেদের একাংশের মত , স্ট্যাচু অফ উনিটি সরকার প্রকৃতপক্ষে কি জন্য গড়ল তা নিয়ে আগামী দিনে বিশ্লেষণ হতেই পারে প্রকৃতপক্ষে ।

No comments:

Post a Comment

loading...