Tuesday, 20 November 2018

সিবিআই এর অফিসারের অভিযোগ তদন্ত বদলাতে ঘুষ নিয়েছেন এক কেন্দ্রীয় মন্ত্রী । সে কে ?

ওয়েব ডেস্ক ১৯ই নভেম্বর ২০১৮ :এবার সিবিআইকেও কি কিনে ফেলার চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার ? বিদ্যজনেদের একাংশ এই প্রশ্নটাই করলেন । সিবিআইয়ের ঝামেলা সর্বোচ্চ আদালত অবধি গড়িয়ে , দেশের ভাবমূর্তি আগেই কলুষিত হয়েছিল এবার সিবিআই এর এক অফিসারের চাঞ্চল্যকর তথ্য  ষোলো কোলা পূর্ণ করে দিল ।প্রসঙ্গত সিবিআই অফিসার মণীশ কুমার সিনহা সর্বোচ্ছ আদালতে বয়ান দেন "আমাকে নাগপুরে বদলি করা হয়েছে তদন্তের অভিমুখ বদলে দেবার জন্য, যা রাকেশ আস্থানার পক্ষে সহায়ক হবে।


 তিনি আরও জানান, তদন্তে সিবিআই-এর নজরে থাকা এক ব্যবসায়ীর পক্ষ নেবার অনুরোধ জানিয়ে এক কেন্দ্রীয় মন্ত্রী কয়েক কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। "প্রসঙ্গত, সিবিআই অফিসার মণীশ কুমার সিনহা সম্প্রতি সিবিআই-এর শীর্ষস্থানীয় আধিকারিক রাকেশ আস্থানার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করছিলেন। এক্ষেত্রে অভিযোগ উঠেছিলো, রাকেশ আস্থানা হায়দ্রাবাদের এক ব্যবসায়ীর বিরুদ্ধে তদন্ত করার সময় সতীশ সানা নামক এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নিয়েছিলেন। সতীশ সানা একাধিক মামলায় অভিযুক্ত বলেও জানা গেছে।জানা গেছে, ওই অফিসার একাধিক গুরুত্বপূর্ণ মামলায় তদন্তকারী অফিসার হিসেবে যুক্ত ছিলেন। যার মধ্যে নীরব মোদী, মেহুল চোকসির ব্যাঙ্ক দুর্নীতিও আছে।সূত্রের খবর অনুসারে মণীশ কুমার সিনহা বিনা লড়াইয়ে এক চুলও জমি ছাড়বেনা বলেই মনে হচ্ছে । তার এই বদলি তিনি যে সহজ ভাবে নেননি এটি তারই ইঙ্গিত ।  বিদ্যজনেদের একাংশের অভিমত , বিজেপি সরকার আসার পর থেকে দুর্নীতি যেরকম বেড়েছে তেমনি বেড়েছে নৈরাজ্য , সাধারণ মানুষের যাওবা সিবিআই এর প্রতি ভরসা ছিল এখন সেটাও উঠে যেতে বসেছে ।

No comments:

Post a Comment

loading...