Tuesday, 20 November 2018

সিবিআই এর অলোক ভর্মার সিভিসি রিপোর্ট ফাঁসের জন্য তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের বিচারপতির

ওয়েব ডেস্ক ২০ নভেম্বর ২০১৮ :সুপ্রিম  কোর্ট তুলোধোনা করল কেন্দ্রীয় সরকারি আইনজিবি কে । বিদ্যজনেদের একাংশের অভিমত কষ্মিনকালেও এরকম দেখা যায়নি যে বন্ধ করা খামে তদন্ত  রিপোর্ট সংবাদ মাধ্যমে বেরিয়ে পড়তে  , কিন্তু নরেন্দ্র মোদীর জমানায় সবই দেখতে হচ্ছে আর ২০১৯ বৈতরণী যদি পেরোতে পারে বিজেপি তাহলে এরকম নক্কারজনক খবর আমরা আরও সাক্ষী থাকতে পারব । প্রসঙ্গত সিবিআই ডিরেক্টর অলোক বর্মার তদন্ত রিপোর্ট মুখবন্ধ সিল করা খামে জমা পড়ার পরও কী করে সেটি  সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়।


এই নিয়ে তীব্র ভর্ৎসনা করলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তারপরেই অলোক বর্মা  কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই মর্মে যে তাকে অন্যায় ভাবে ছুটি তে পাঠানো হয়েছে । আজকেই ছিল সেই আবেদনের শুনানি। কিন্তু অলোক বর্মার বয়ান  ফাঁস হওয়ার ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ প্রধান বিচারপতি রঞ্জন গৈগ। শুনানি স্থগিত রেখে এজলাস ছেড়ে  চলে যান তিনি। অলোক বর্মার আইনজীবী ফেইল নারিমন আদালতকে জানিয়েছেন তাঁর মক্কেল সোমবার পর্যন্ত সময় চাননি। প্রধান বিচারপতি তখন বলেন অলোক বর্মা আগে তাঁর বয়ান দেওয়ার জন্য সোমবার পর্যন্ত সময় চেয়েছিলেন। আইনজীবীর বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ রীতিমত ভর্ৎসনা করে বলেন,‘‌ আপনাদের কারোরই কোনও শুনানির প্রয়োজন নেই।’‌ তারপরই শুনানি স্থগিত রেখে চলে যান তিনি। সিভিসিকে দেওয়া অলোক বর্মার বয়ান ফাঁস হওয়ার অত্যন্ত ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। বিদ্যজনেদের  একাংশের অভিমত দেশটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে বিজেপি যে তদন্ত রিপোর্টও ফাঁস হয়ে যাচ্ছে ।২০১৯ শে এর লোকসভা নির্বাচনে এর  প্রতিফলন অবশ্যই দেখা যাবে ।

No comments:

Post a Comment

loading...