ওয়েব ডেস্ক ২৪শে নভেম্বর ২০১৮ :কে কোন পরিচয়ে বাস করবেন তাও কি ঠিক করে দেবেন বিজেপি বিধায়ক ? এখন এই কথাটাই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হচ্ছে ।কারণ অসমের বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব বাবু যা বলছেন, তাকে ত্রিপুরার বিপ্লব দেব মনে হচ্ছে , অন্তত বিদ্যজনেদের একাংশের এটাই অভিমত । অসমে বসবাসকারী বাঙালিদের পরিচয়ই বিসর্জন দিতে চান বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব! শিলাদিত্য নিজে বাঙালি। তবু চাইছেন অসমিয়া পরিচয়ে বসবাস করতে।
শুক্রবার আজকাল- কে এই নতুন তথ্যে আলোকিত করে জানিয়েছেন, বাঙালিরাও অসমিয়া! অসমে যাঁরা বাস করেন, তাঁরা সবাই অসমিয়া। শিলাদিত্যের মতে, অসমের বাঙালিদের ‘অসমিয়া’ লিখতে অসুবিধার কিছু নেই। পরের আদমশুমারিতে বাঙালিদের অসমিয়া পরিচয়ে নাম তোলারও পরামর্শ দেন তিনি। নিজের বিশ্বাস থেকে গড়ে তুলেছেন ‘অসমিয়া পরিচয়’ নামে একটি সংস্থা গড়েছেন শিলাদিত্য। তাঁর এই ‘অরাজনৈতিক’ সংগঠনে অবশ্য মুসলিমরা ব্রাত্য। বিতর্কিত মন্তব্যের জেরে অসমে এখন রীতিমতো ‘নামি’ বিজেপি–র বাঙালি বিধায়ক। প্রায়ই আক্রমণাত্মক মন্তব্য করছেন। সমালোচনাও শুনছেন। তাঁর সাফ কথা, ‘হিন্দুরা তো অসমে থাকতেই পারেন। আপত্তি মুলসিমদের নিয়ে। তার কারণ ওরা দুটি দেশ পেয়েছে। পাকিস্তান আর বাংলাদেশ।’ তাঁর যুক্তিতে ভারতের বিভিন্ন রাজ্যের বসবাসকারী বাঙালিদের সেইসব রাজ্যের পরিচয় নিয়েই বাস করা উচিত। অসমের জাতীয়তাবাদী নেতাদেরও কড়া সমালোচনা করেন শিলাদিত্য। তাঁর মতে, অসম চুক্তিই রাজ্যবাসীর পক্ষে সবচেয়ে ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে। বিদ্যজনেদের একাংশের অভিমত ইতিমধ্যে বিজেপি নেতৃত্ব এই সব আবোল তাবোল কথা বার্তা যদি বন্ধ না করে তাহলে আসন্ন দিনে ভয়াবহ আকার নেবে । তাদের আহ্বান অমিত শাহ , নরেন্দ্র মোদী যেন সিদ্ধান্ত নেই এই সবের বিরুদ্ধে ।
শুক্রবার আজকাল- কে এই নতুন তথ্যে আলোকিত করে জানিয়েছেন, বাঙালিরাও অসমিয়া! অসমে যাঁরা বাস করেন, তাঁরা সবাই অসমিয়া। শিলাদিত্যের মতে, অসমের বাঙালিদের ‘অসমিয়া’ লিখতে অসুবিধার কিছু নেই। পরের আদমশুমারিতে বাঙালিদের অসমিয়া পরিচয়ে নাম তোলারও পরামর্শ দেন তিনি। নিজের বিশ্বাস থেকে গড়ে তুলেছেন ‘অসমিয়া পরিচয়’ নামে একটি সংস্থা গড়েছেন শিলাদিত্য। তাঁর এই ‘অরাজনৈতিক’ সংগঠনে অবশ্য মুসলিমরা ব্রাত্য। বিতর্কিত মন্তব্যের জেরে অসমে এখন রীতিমতো ‘নামি’ বিজেপি–র বাঙালি বিধায়ক। প্রায়ই আক্রমণাত্মক মন্তব্য করছেন। সমালোচনাও শুনছেন। তাঁর সাফ কথা, ‘হিন্দুরা তো অসমে থাকতেই পারেন। আপত্তি মুলসিমদের নিয়ে। তার কারণ ওরা দুটি দেশ পেয়েছে। পাকিস্তান আর বাংলাদেশ।’ তাঁর যুক্তিতে ভারতের বিভিন্ন রাজ্যের বসবাসকারী বাঙালিদের সেইসব রাজ্যের পরিচয় নিয়েই বাস করা উচিত। অসমের জাতীয়তাবাদী নেতাদেরও কড়া সমালোচনা করেন শিলাদিত্য। তাঁর মতে, অসম চুক্তিই রাজ্যবাসীর পক্ষে সবচেয়ে ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে। বিদ্যজনেদের একাংশের অভিমত ইতিমধ্যে বিজেপি নেতৃত্ব এই সব আবোল তাবোল কথা বার্তা যদি বন্ধ না করে তাহলে আসন্ন দিনে ভয়াবহ আকার নেবে । তাদের আহ্বান অমিত শাহ , নরেন্দ্র মোদী যেন সিদ্ধান্ত নেই এই সবের বিরুদ্ধে ।
No comments:
Post a comment