ওয়েব ডেস্ক ১৯ই নভেম্বর ২০১৮ : ভারত যে একটি ধর্ম নিরপেক্ষ দেশ সেটা বিজেপির নেতা মন্ত্রীদের মনে রাখা উচিত , সঙ্গে এটাও মনে রাখা উচিত স্বয়ং নরেন্দ্রমোদী দলীয় বার্তায় কি বলেছিলেন কয়েক মাস আগে ।তিনি বলেছিলেন সংবাদ মাধ্যমে কিছু বলার আগে চিন্তা ভাবনা করে নিতে যাতে দলকে কোনো রকম হাস্যকর বা বিতর্কিত পরিস্থিতিতে দলকে না পড়তে হয় । ঠিক এই কথাটি ব্যক্ত করলেন বিদ্যজনেদের একাংশ ।কারণ যোগী সরকারের সংস্কৃতি ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরি দিলীপ ঘোষ , এবং বিপ্লব দেবকে মনে করালেন ।
রাজ্যের ধর্ম, সংস্কৃতি ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরি বলেন, ‘সরকারই হোক বা দেশের অন্য কোনও প্রতিষ্ঠান, তাদের উচিত জনতার আবেগকে শ্রদ্ধা জানানো। দেশের আম মানুষ উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য। দ্রুত এই মন্দির বানানো উচিত।’ তিনি আরও বলেন, ‘যত দ্রুত সম্ভব অযোধ্যায় রমা মন্দির নির্মাণের কাজ শুরু করা হোক। এটা অযোধ্যার ইতিহাসকে আরও সমৃদ্ধ করবে। এর পাশাপাশি লক্ষ লক্ষ পর্যটক অযোধ্যায় ভিড় জমাবে। তাতে অযোধ্যা আরো প্রসিদ্ধ হবে।’ মন্ত্রীর দাবি, গোটা বিশ্ব অপেক্ষা করে রয়েছে এই মন্দির তৈরির জন্য। শ্রী রামের পরিচয়ে আগামীদিনে ভারতবাসী পরিচিত হবেন। বিদ্যজনেদের একাংশের অভিমত স্বাধীন ভারতে সবার মতামত রাখার অধিকার আছে তবে সেটা বিতর্কিত না হয়ে একান্ত বাঞ্ছনীয় , কিন্তু যোগী রাজ্যের এই মন্ত্রী নিজেকে যদি বিপ্লব ঘোষের সমকক্ষ করতে চান তাহলে কার বা কি বলার থাকতে পারে ?তবে এটাও সত্যি প্রধানমন্ত্রী সতর্ক করে দেওয়ার পরেও বিজেপি নেতা মন্ত্রীরা দলটিকে অস্বস্তির মধ্যে ফেলেই চলেছে ।
রাজ্যের ধর্ম, সংস্কৃতি ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরি বলেন, ‘সরকারই হোক বা দেশের অন্য কোনও প্রতিষ্ঠান, তাদের উচিত জনতার আবেগকে শ্রদ্ধা জানানো। দেশের আম মানুষ উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য। দ্রুত এই মন্দির বানানো উচিত।’ তিনি আরও বলেন, ‘যত দ্রুত সম্ভব অযোধ্যায় রমা মন্দির নির্মাণের কাজ শুরু করা হোক। এটা অযোধ্যার ইতিহাসকে আরও সমৃদ্ধ করবে। এর পাশাপাশি লক্ষ লক্ষ পর্যটক অযোধ্যায় ভিড় জমাবে। তাতে অযোধ্যা আরো প্রসিদ্ধ হবে।’ মন্ত্রীর দাবি, গোটা বিশ্ব অপেক্ষা করে রয়েছে এই মন্দির তৈরির জন্য। শ্রী রামের পরিচয়ে আগামীদিনে ভারতবাসী পরিচিত হবেন। বিদ্যজনেদের একাংশের অভিমত স্বাধীন ভারতে সবার মতামত রাখার অধিকার আছে তবে সেটা বিতর্কিত না হয়ে একান্ত বাঞ্ছনীয় , কিন্তু যোগী রাজ্যের এই মন্ত্রী নিজেকে যদি বিপ্লব ঘোষের সমকক্ষ করতে চান তাহলে কার বা কি বলার থাকতে পারে ?তবে এটাও সত্যি প্রধানমন্ত্রী সতর্ক করে দেওয়ার পরেও বিজেপি নেতা মন্ত্রীরা দলটিকে অস্বস্তির মধ্যে ফেলেই চলেছে ।
No comments:
Post a Comment