ওয়েব ডেস্ক ২৮শে নভেম্বর,২০১৮ : আহা কি অবস্থা বিজেপি শাসিত গুজরাটে ।মদ্যপ অবস্থায় চিকিৎসক প্রসব করাচ্ছেন গর্ভবতীকে ।এখন এই কথাটাই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে । এরকমও অনেকে লিখছেন, গুজরাটে এরকম ও তাহলে হয় ।প্রসঙ্গত মদ্যপ অবস্থায় গর্ভবর্তী মহিলাকে প্রসব করালেন চিকিৎসক। আর শেষ পর্যন্ত মারা গেল নবজাতক এবং ওই মহিলা। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। অভিযুক্ত চিকিৎসকের নাম জে পি লাখানি।
পুলিস জানিয়েছে, প্রসব যন্ত্রণা অনুভব করায় সোমবার রাতে কামিনীবেন চাঞ্চিয়া নামে বছর ২২–এর ওই মহিলাকে বোটাডের সোনাওয়ালা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই জে পি লাখানি ওই মহিলার প্রসব করান। কিন্তু জন্মানোর কিছু পরেই মারা যায় সদ্যোজাত কন্যাসন্তানটি। এরপর মারা যান কামিনীবেনও। এরপরই ওই মহিলার বাড়ির লোক চিকিৎসকের দিকে অভিযোগের আঙুল তোলেন। বোটাডের পুলিস সুপার হর্ষদ মেহতা বলেন, ‘তদন্তে নেমে পুলিস দেখে ওই চিকিৎসক মদ্যপ অবস্থায় ডিউটি করছিলেন এবং ওই অবস্থাতেই মহিলাকে প্রসব করান। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’ ওই মহিলার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া একজন সিভিল সার্জেন্টের নেতৃত্ব একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বিদ্যজনেদের একাংশের অভিমত আর কতকি দেখতে হবে বিজেপি শাসিত রাজ্যে ? একজন ডাক্তারের কি ভাবে স্পর্ধা হয় মদ্যপান করার, যখন তিনি অফিসের কাজের মধ্যে আছেন ? অবিলম্বে সেই চিকিৎসরের শাস্তির দাবি জানিয়েছেন তারা ।
পুলিস জানিয়েছে, প্রসব যন্ত্রণা অনুভব করায় সোমবার রাতে কামিনীবেন চাঞ্চিয়া নামে বছর ২২–এর ওই মহিলাকে বোটাডের সোনাওয়ালা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই জে পি লাখানি ওই মহিলার প্রসব করান। কিন্তু জন্মানোর কিছু পরেই মারা যায় সদ্যোজাত কন্যাসন্তানটি। এরপর মারা যান কামিনীবেনও। এরপরই ওই মহিলার বাড়ির লোক চিকিৎসকের দিকে অভিযোগের আঙুল তোলেন। বোটাডের পুলিস সুপার হর্ষদ মেহতা বলেন, ‘তদন্তে নেমে পুলিস দেখে ওই চিকিৎসক মদ্যপ অবস্থায় ডিউটি করছিলেন এবং ওই অবস্থাতেই মহিলাকে প্রসব করান। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’ ওই মহিলার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া একজন সিভিল সার্জেন্টের নেতৃত্ব একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বিদ্যজনেদের একাংশের অভিমত আর কতকি দেখতে হবে বিজেপি শাসিত রাজ্যে ? একজন ডাক্তারের কি ভাবে স্পর্ধা হয় মদ্যপান করার, যখন তিনি অফিসের কাজের মধ্যে আছেন ? অবিলম্বে সেই চিকিৎসরের শাস্তির দাবি জানিয়েছেন তারা ।
No comments:
Post a comment