ওয়েব ডেস্ক ২৯শে নভেম্বর,২০১৮ : ওয়েব ডেস্ক ২৯শে নভেম্বর,২০১৮ : মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করে দেওয়ার পরেও কিছু লোক যাদের কোনো এক্তিয়ারই নেই কোনো সিদ্ধান্ত নেওয়ার বা দেওয়ার তারা নিজেদের তৃণমূল দাবি করে এলাকায় বেআইনি কাজ কর্ম করেই যাচ্ছে । যেরকম কালাচাঁদ , এক সময় তাকে তৃণমূলের যুব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল , কিন্তু এখনো নিজেকে তৃণমূলের প্রভাবশালী সৈনিক দাবি করে , নিজের আর্থিক স্বার্থের জন্য অনৈতিক কাজ করেই যাচ্ছে ।
স্থানীয়দের দাবি অনুসারে তারই অঙ্গুলি হিলনে জেঠিয়া গ্রাম পঞ্চায়েতে এবার পুকুর ভরাট আরম্ভ হয়েছে , কাঁচরাপাড়া চেনগেট থেকে হালিশহর জেঠিয়া যাবার মুখে যে ঢালাই করা রাস্তা তৈরি হয়েছে তার পাশে ৮ থেকে ১০ কাঠার উপর একটি সম্পন্ন জলাশয় কে গতকাল থেকে ভরাট করা শুরু হয়েছে ।স্থানীয়রা আরও মারাত্মক অভিযোগ তুলেছেন যে, এর জন্য যে টাকা লেনদেন হয়েছে, সেটি নৈহাটি উৎসব এর নামে, এর পরিমাণ প্রায় দু'লক্ষ টাকা। সূত্রের খবর অনুসারে পার্থ ভৌমিক ,নৈহাটির সেই উৎসবের সঙ্গে অতোপ্রতো ভাবে জড়িত , এবং এই উৎসবকে সামনে রেখেই দেদার টাকা তোলা হচ্ছে ।কারা তুলছে ? যারা পুকুর ভরাটের সঙ্গে জড়িত তারাই ।এই ঘটনা সামনে আসার পর স্থানীয়রা বলছেন জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও শেষ পর্য্যন্ত যুক্ত হয়ে পড়ল । প্রসঙ্গত এলাকাটি উত্তর ২৪ পরগনা যুব তৃণমূল সভাপতি পার্থ ভৌমিকের অধীনে, তা সত্ত্বেও এরকম ঘটনা কি করে ঘটছে , সেটাই আশ্চর্যের ।
স্থানীয়দের দাবি অনুসারে তারই অঙ্গুলি হিলনে জেঠিয়া গ্রাম পঞ্চায়েতে এবার পুকুর ভরাট আরম্ভ হয়েছে , কাঁচরাপাড়া চেনগেট থেকে হালিশহর জেঠিয়া যাবার মুখে যে ঢালাই করা রাস্তা তৈরি হয়েছে তার পাশে ৮ থেকে ১০ কাঠার উপর একটি সম্পন্ন জলাশয় কে গতকাল থেকে ভরাট করা শুরু হয়েছে ।স্থানীয়রা আরও মারাত্মক অভিযোগ তুলেছেন যে, এর জন্য যে টাকা লেনদেন হয়েছে, সেটি নৈহাটি উৎসব এর নামে, এর পরিমাণ প্রায় দু'লক্ষ টাকা। সূত্রের খবর অনুসারে পার্থ ভৌমিক ,নৈহাটির সেই উৎসবের সঙ্গে অতোপ্রতো ভাবে জড়িত , এবং এই উৎসবকে সামনে রেখেই দেদার টাকা তোলা হচ্ছে ।কারা তুলছে ? যারা পুকুর ভরাটের সঙ্গে জড়িত তারাই ।এই ঘটনা সামনে আসার পর স্থানীয়রা বলছেন জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও শেষ পর্য্যন্ত যুক্ত হয়ে পড়ল । প্রসঙ্গত এলাকাটি উত্তর ২৪ পরগনা যুব তৃণমূল সভাপতি পার্থ ভৌমিকের অধীনে, তা সত্ত্বেও এরকম ঘটনা কি করে ঘটছে , সেটাই আশ্চর্যের ।
No comments:
Post a comment