ওয়েব ডেস্ক ২রা নভেম্ভর ২০১৮: ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন জাতীয় কংগ্রেসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের কংগ্রেস প্রধান অজয় কুমার।প্রসঙ্গত ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি ঝাড়খণ্ডের চতুর্থ মুখ্যমন্ত্রী ছিলেন। যদিও ২০০৮ সালের ২৩ অগস্ট ইস্তফা দেন তিনি।
রাজ্য পুলিশের ভিজিলেন্স টিম খনি কেলেঙ্কারির ঘটনায় ২০০৯ সালের ৩০ নভেম্বর মধু কোড়াকে গ্রেফতার করে পুলিশ ।এর পর রাঁচীর বীরসা মুন্ডা জেলে ছিলেন তিনি।দীর্ঘদিন মামলা চলার পরে ২০১৩ সালের ৩১ জুলাই জামিন পান মধু কোড়া। প্রসঙ্গত স্ত্রী গীতা কোড়া পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুরের বিধায়ক।বিদ্যজনেদের একাংশের অভিমত এতে ঝাড়খণ্ডের বিজেপি যে শক্তি হারাবে টা নিয়ে কোনো দ্বিমত নেয় ।মধু কোড়াকে একজন দক্ষ সাংগঠনিক নেতা হিসেবে সবাই জানেন ,সূত্রের খবর তার বিরুদ্ধে যে অপপ্রচার চলছিল সেটা কিছুতেই তিনি মেনে নিতে পারেনি ।
রাজ্য পুলিশের ভিজিলেন্স টিম খনি কেলেঙ্কারির ঘটনায় ২০০৯ সালের ৩০ নভেম্বর মধু কোড়াকে গ্রেফতার করে পুলিশ ।এর পর রাঁচীর বীরসা মুন্ডা জেলে ছিলেন তিনি।দীর্ঘদিন মামলা চলার পরে ২০১৩ সালের ৩১ জুলাই জামিন পান মধু কোড়া। প্রসঙ্গত স্ত্রী গীতা কোড়া পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুরের বিধায়ক।বিদ্যজনেদের একাংশের অভিমত এতে ঝাড়খণ্ডের বিজেপি যে শক্তি হারাবে টা নিয়ে কোনো দ্বিমত নেয় ।মধু কোড়াকে একজন দক্ষ সাংগঠনিক নেতা হিসেবে সবাই জানেন ,সূত্রের খবর তার বিরুদ্ধে যে অপপ্রচার চলছিল সেটা কিছুতেই তিনি মেনে নিতে পারেনি ।
No comments:
Post a comment