Thursday, 15 November 2018

অল্পের জন্য ষাঁড়ের হাত থেকে বাঁচলেন মুকুল

ওয়েব ডেস্ক ১৫ই নভেম্বর ২০১৮ :  গরু নিয়ে কতইনা রাজনীতি হলো বিজেপির অন্দর মহলে , এবং বাইরে , গোমাংস খাওয়ার অপরাধে  ও কাটার অপরাধে কত লোকেরই না প্রাণ গেছে উত্তরপ্রদেশ এবং বিজেপি শাসিত রাজ্যে , কিন্তু সেই ষাঁড় যে মুকুল রায়কে এই ভাবে তারা করবে তা হয়তো  ভাবেননি মুকুল বাবু । প্রসঙ্গত ঘটনাস্থল শিলিগুড়ি পুরনিগমের ৮ নম্বর ওয়ার্ডের খালপাড়া এলাকা। অবাঙালি অধ্যুষিত এই এলাকার গান্ধী ময়দানে প্রতিবারের মতো এবারও ছটপুজোর আয়োজন করা হয়। আর এই আয়োজনের প্রধান উদ্যোক্তা ওই ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর খুশবু মিত্তল।ঝঁা চকচকে গোছানো আয়োজন। সকলেই ছটপুজো নিয়ে ব্যস্ত। এমন সময়ই স্থানীয় কাউন্সিলরের আহ্বানে সপারিষদ সেখানে এসে উপস্থিত হন মুকুল রায়। সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরি–সহ একঝঁাক নেতা–কর্মী। ছটপুজোর অনুষ্ঠানে সবার সঙ্গে সৌজন্য বিনিময় করেন মুকুল। ছোট ভাষণও দেন। এরপর এলাকা থেকে বের হওয়ার পথেই ঘটে বিপত্তি। মুকুল রায়ের গাড়িটি কিছুটা দূরেই রাখা ছিল। গান্ধী ময়দান থেকে বেরিয়ে মুকুল রাস্তায় পা রাখতেই আচমকা হাজির হয় একটি ষঁাড়। কেউ কিছু বুঝে ওঠার আগেই সিং বাগিয়ে মুকুলের দিকে তেড়ে যায় বেয়াড়া চতুষ্পদটি। আচমকা এই পরিস্থিতিতে হতভম্ব হয়ে পড়েন মুকুল। ততক্ষণে এলাকায় শোরগোল পড়ে গেছে। দলীয় নেতাকে ষঁাড়ের আক্রমণ থেকে বঁাচাতে তৎপর হয়ে ওঠেন মুকুলের দেহরক্ষীরা। মুকুলকে ঘিরে ফেলেন তাঁরা। ততক্ষণে মুকুলের সঙ্গে থাকা বিজেপি নেতা–‌কর্মীরাও তাঁর সামনে সুরক্ষাবলয় তৈরি করে ফেলেছেন। এত লোকের তৎপরতা দেখে কিছুটা থমকে যায় ষঁাড়টিও। বিদ্যজনেদের একাংশের অভিমত মুকুল রায়ের এই ভাবে ষাঁড়ের কাঁচা কচি চলে আসাটা একদমই উচিত হয়নি , যে কোনো সময় একটা বিপত্তি ঘটে যেতে পারতো ।তারা আশা করেন এই রকম ভুল মুকুল রাই আর করবেননা , হাজার হোক  এক সময় তো দিদির প্রতি আনুগত্য দেখিয়েছিলেন ।

No comments:

Post a Comment

loading...