ওয়েব ডেস্ক ১৯ই নভেম্বর ২০১৮ : ধৈয্যের বাঁধ অবশেষে ভাঙলো প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ।তিনি সচরাচর সরাসরি কারুর দিকে আঙ্গুল তোলেনা , কিন্তু বিজেপির নৈরাজ্য দেখে পরোক্ষে বুঝিয়েদিলেন তিনি কেন্দ্র সরকারের প্রতি খুশি নন ।সংবাদমাধ্যমের নৈতিক দায়িত্ব তাঁদের প্রশ্ন করা যাঁরা মানুষের সহায়তায় সরাসরি ক্ষমতায় এসেছেন। গণতান্ত্রিক সমাজে জাতীর রক্ষার স্বার্থে এটাই মৌলিক কর্তব্য হওয়া উচিত।
‘গণতান্ত্রিক ভারতে সংবাদমাধ্যমের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথাই বললেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।তিনি সংবাদ মাধ্যমকে আদতে কেন্দ্রীয় সরকারের ভুল ভ্রান্তি গুলো তুলে ধরার পরামর্শই দিয়েছেন , এ বিষয়ে কোনো দ্বিমত নেই ।তিনি জানান, ভুয়ো খবর এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তার জন্য সামাজিক, রাজনৈতিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। সাংবাদিকদের এই বিষয়ে সচেতন থাকতে হবে। একইসঙ্গে সচেতন থাকতে হবে তাঁদের ক্ষমতা সম্পর্কেও। কারণ তাঁদের ক্ষমতা রয়েছে জনগণের মনোভাবকে প্রভাবিত করার। সংখ্যালঘুদের প্রতিও নজর দিতে হবে। কারণ ভারতের সভ্যতা দাঁড়িয়ে আছে বহুত্ববাদের ওপর। তাই যাঁরা ক্ষমতায় আছেন তাঁদের সরাসরি প্রশ্ন করা উচিত সংবাদমাধ্যমের বলে তিনি মনে করেন। সংবাদ মাধ্যমকে পক্ষপাতিত্ব না করে যে সত্যি ব্যাপারটা সামনে আনা উচিত এই বিষয়ে তিনি পরামর্শ দেন ।বিদ্যজনেদের একাংশের অভিমত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যেই কথাগুলো বলেছেন একদমই ঠিক বলেছেন , কারণ কিছুদিন আগেই অনেক বিরোধী রাজনীতিবিদ অভিযোগ করেছিলেন কেন্দ্র সরকার সংবাদ মাধ্যমের একাংশকে কিনে নিয়েছে , এটাই যদি সত্যি হয় তাহলে ভয়াবহ ব্যাপার ।
‘গণতান্ত্রিক ভারতে সংবাদমাধ্যমের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথাই বললেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।তিনি সংবাদ মাধ্যমকে আদতে কেন্দ্রীয় সরকারের ভুল ভ্রান্তি গুলো তুলে ধরার পরামর্শই দিয়েছেন , এ বিষয়ে কোনো দ্বিমত নেই ।তিনি জানান, ভুয়ো খবর এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তার জন্য সামাজিক, রাজনৈতিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। সাংবাদিকদের এই বিষয়ে সচেতন থাকতে হবে। একইসঙ্গে সচেতন থাকতে হবে তাঁদের ক্ষমতা সম্পর্কেও। কারণ তাঁদের ক্ষমতা রয়েছে জনগণের মনোভাবকে প্রভাবিত করার। সংখ্যালঘুদের প্রতিও নজর দিতে হবে। কারণ ভারতের সভ্যতা দাঁড়িয়ে আছে বহুত্ববাদের ওপর। তাই যাঁরা ক্ষমতায় আছেন তাঁদের সরাসরি প্রশ্ন করা উচিত সংবাদমাধ্যমের বলে তিনি মনে করেন। সংবাদ মাধ্যমকে পক্ষপাতিত্ব না করে যে সত্যি ব্যাপারটা সামনে আনা উচিত এই বিষয়ে তিনি পরামর্শ দেন ।বিদ্যজনেদের একাংশের অভিমত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যেই কথাগুলো বলেছেন একদমই ঠিক বলেছেন , কারণ কিছুদিন আগেই অনেক বিরোধী রাজনীতিবিদ অভিযোগ করেছিলেন কেন্দ্র সরকার সংবাদ মাধ্যমের একাংশকে কিনে নিয়েছে , এটাই যদি সত্যি হয় তাহলে ভয়াবহ ব্যাপার ।
No comments:
Post a comment