Thursday, 29 November 2018

ভগবান হনুমানকে দলিত আখ্যা দিয়ে আইনি নোটিসের মুখে যোগী আদিত্যনাথ

ওয়েব ডেস্ক ২৯শে নভেম্বর,২০১৮ :মানুষ কখনো কখনো উগ্রতা দেখাতে দেখাতে এমন একটা ভুল করে বসে যার জন্য তাকে পরে ভীষণ ভাবে পস্তাতে হয় । সেরকমই ঘটনা ঘটল হিন্দুত্বের মুখ বলে পরিচিত যোগী আদিত্যনাথের ক্ষেত্রে ।  প্রসঙ্গত এখন আইনি নোটিশ নিয়ে জেরবার হওয়ার উপক্রম যোগী আদিত্যনাথের । তাকে আইনি নোটিস পাঠিয়েছে একটি হিন্দুত্ববাদী সংগঠন। যোগীর বিরুদ্ধে অভিযোগ, তিনি হনুমানকে দলিত বলেছিলেন। এতেই ক্ষুব্ধ সর্ব ব্রাহ্মণ মহাসভা নামক ওই হিন্দুত্ববাদী সংগঠন। তিনদিনের মধ্যে আদিত্যনাথকে ক্ষমা চাইতে বলা হয়েছে ওই নোটিসে।


অন্যথা তাঁর বিরুদ্ধে মামলারও হুমকি দেওয়া হয়েছে। আর এতেই চাপে পড়ে গিয়েছে উত্তরপ্রদেশ সরকার। রাজস্থানের আলোয়ারে একটি নির্বাচনী জনসভায় আদিত্যনাথ বলেন, ‘‌হনুমান জঙ্গলে থাকতেন। তিনি দলিত ছিলেন। ভারতের সব প্রান্তের মানুষকে তিনি এক করার চেষ্টা করেছিলেন।’‌ এই মন্তব্যের পরেই ক্ষুব্ধ সংগঠনটি। তাঁদের অভিযোগ, ভোটে ফায়দা তোলার জন্যই হনুমানকে টেনে এনেছে বিজেপি। নোটিসে বলা হয়েছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হনুমানকে যেভাবে দলিত তকমা দিয়েছেন, তাতে অনেক ভক্তের ভাবাবেগে আঘাত লেগেছে। ভোটে ফায়দা তোলার জন্যই এই মন্তব্য করা হয়েছে।ভগবানের মধ্যেই জাতপাতের বিভাজন শুরু করেছে বিজেপি। এমন অভিযোগ তুলে আসরে নেমে পড়েছে কংগ্রেসও। কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি বলেন, ‘‌এতদিন জাতপাতের ভিত্তিতে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করত বিজেপি। এখন এই নোংরা রাজনীতিতে ভগবানকেও জড়িয়ে দিল।’‌‌‌বিদ্যজনেদের একাংশের অভিমত , যোগী আদিত্যনাথ জন্মেও দলিতদের দিকে ফিরে তাকাইনি ,এবার লোকসভার ভোট যখন সামনে তখন কি করে দলিতদের ভোট নেওয়া যায় , সেই কৌশলেই তিনি হনুমানকে দলিতদের সঙ্গে জুড়ে দিয়েছিলেন , তবে এতটা নিচে নাও নামতে পারতেন যোগী ।

No comments:

Post a Comment

loading...