ওয়েব ডেস্ক ২৭শে ডিসেম্বর ২০১৮: সারা দেশে যখন বিজেপি তাড়ানোর হাওয়া উঠেছে , তখন একটু রক্ষণাত্মক খেললো কেন্দ্রীয় সরকার ।বহিরাগত তারাও , এসব আজগুবি কথা না বলে এবার অসমে এনআরসির সময় বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। গত জুলাই মাসে অসমে নাগরিক নিবন্ধীকরণের তালিকা প্রকাশিত হয়। কমপক্ষে ৪০ লক্ষ লোকের নাম সেই তালিকা থেকে বাদ পড়ে। তারপর থেকেই দেশজুড়ে ক্ষোভের মুখে পড়ে বিজেপি পরিচালিত অসম সরকার। ভোটের মুখে ঢোঁক গিলে তাই পরিস্থিতি সামলাতে চাইছে বিজেপি।
সম্প্রতি রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে একটি নির্দেশনামা জারি করে বলা হয়েছে, এনআরসি–তে নাম নথিভুক্তির সময়াসীমা বাড়িয়ে দেওয়া হবে। আগামী বছর, আর্থাৎ ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত এই তালিকার সংশোধনী প্রক্রিয়া চলবে। অসমের মানুষরা ততদিন পর্যন্ত তালিকায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এর আগে সময়সীমা হিসাবে ৩১ ডিসেম্বর দিনটির কথা উল্লেখ করা হয়েছিল। এবার সেটি বাড়িয়ে করে দেওয়া হল আগামী জুন পর্যন্ত।পশ্চিমবঙ্গে এনআরসি চালু করা নিয়ে অনেকদিন ধরেই চেঁচামেচি করছে বিজেপি। কিন্তু একটি রাজ্যে এই তালিকা চালু করে ইতিমধ্যে এতটাই বেকায়দায় পড়েছে যে বিজেপি। এতদিন ধরেও অসমে শুদ্ধ তালিকা প্রকাশ করতে পারেনি তারা। এতে একটা জিনিস ভীষণ স্পষ্ট , ঠেলায় পড়লে বেড়ালও গাছে ওঠে।
সম্প্রতি রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে একটি নির্দেশনামা জারি করে বলা হয়েছে, এনআরসি–তে নাম নথিভুক্তির সময়াসীমা বাড়িয়ে দেওয়া হবে। আগামী বছর, আর্থাৎ ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত এই তালিকার সংশোধনী প্রক্রিয়া চলবে। অসমের মানুষরা ততদিন পর্যন্ত তালিকায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এর আগে সময়সীমা হিসাবে ৩১ ডিসেম্বর দিনটির কথা উল্লেখ করা হয়েছিল। এবার সেটি বাড়িয়ে করে দেওয়া হল আগামী জুন পর্যন্ত।পশ্চিমবঙ্গে এনআরসি চালু করা নিয়ে অনেকদিন ধরেই চেঁচামেচি করছে বিজেপি। কিন্তু একটি রাজ্যে এই তালিকা চালু করে ইতিমধ্যে এতটাই বেকায়দায় পড়েছে যে বিজেপি। এতদিন ধরেও অসমে শুদ্ধ তালিকা প্রকাশ করতে পারেনি তারা। এতে একটা জিনিস ভীষণ স্পষ্ট , ঠেলায় পড়লে বেড়ালও গাছে ওঠে।
No comments:
Post a Comment