Sunday, 16 December 2018

লজ্জার থেকে আত্মহত্যার চেষ্টা পাঁচ ছাত্রীদের , পড়ুন

ওয়েব ডেস্ক ১৬ই ডিসেম্বর ২০১৮ :বিজেপি আসার পরই সারা দেশে নারী নির্যাতন যে বেড়েছে , সেটা আন্তর্জাতিক রিপোর্টে আগেই বেরিয়েছিল । নাবালিকাদের সহ্যের বাঁধ  ভাঙতে শুরু করেছে এই ঘটনায় তার উদাহরণ ।স্কুলের দেওয়ালে মেসেজ লিখে পাঁচ স্কুল পড়ুয়াকে প্রেম নিবেদন ‌করা হয়েছিল। আর তাতেই অপমানে আত্মহত্যা করার চেষ্টা করে ওই পাঁচ স্কুলছাত্রী।

 ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। জানা গিয়েছে, ওই পাঁচজন বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে।ভিল্লুপুরম জেলার আদিবাসী বোর্ডিং স্কুলের ছাত্রী ওই পাঁচজন। তারা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্কুলের দেওয়ালে তাদের প্রতি প্রেম নিবেদন করার মেসেজ দেখে অত্যন্ত অপমান লাগে তাদের। সপ্তম শ্রেণীর ওই ছাত্রীদের কাছে এটা খুব লজ্জাজনক ঘটনা বলে মনে হয়। আরলি ফুলের বীজের সঙ্গে কীটনাশক মিশিয়ে ওই পাঁচছাত্রী একসঙ্গে খায়। স্কুলের মধ্যেই এই ঘটনা ঘটায় তারা বলে জানা গিয়েছে। পাঁচছাত্রীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এরকম ঘটনা যাতে আবার না ঘটে সেটা সবারই আশা । 

No comments:

Post a Comment

loading...