ওয়েব ডেস্ক ২৯শে ডিসেম্বর ২০১৮: বেঙ্গালুরুতে "নিউ ইয়ার সেলেব্রেশন" নিয়ে কড়া হুঁশিয়ারি দিল বজরং দল । তাদের বক্তব্য , নিউ ইয়ার পাশ্চাত্য লোকেদের জন্য , এর উদযাপনের করা মানে হিন্দু ধর্মের অপমান ছাড়া আর কিছুই নয় । সমস্ত বেঙ্গালুরুবাসীদের সতর্ক করা হয়েছে কোনোরকম নিউ ইয়ার ইভ পার্টির আয়োজন যেন না করা হয়। মহিলাদেরও হুমকি দেওয়া হয়েছে। বজরং দলের অভিযোগ এবং নির্দেশ, মহিলারা যেধরনের পোষাক পরে পার্টিতে যায়, তা হিন্দু বিরোধী।
হিন্দুদের বদনাম করার জন্য ষড়যন্ত্র চলছে। তাই মহিলারা যেন পার্টিতে না যায়।বজরং দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, "মদ মাফিয়ারা খুব সহজেই হিন্দু মেয়েদের তাদের জালে ফাঁসিয়ে নেয়। ড্রাগস মাফিয়ারাও ভারতে খুব সক্রিয়। লাখ লাখ যুবক ড্রাগস নেয়। সঠিক পোষাক না পরে নিউ ইয়ার পালন করে। এটা ঠিক নয়। হিন্দুদের বদনাম করার জন্য এটা একটা ষড়যন্ত্র।"মদ, বার বন্ধের দাবি তুলে বজরং দলের সদস্য সূর্যনারায়ণ বলেছেন, "৩১শে ডিসেম্বর কর্ণাটকে মদ, বার, পাবগুলি বন্ধ রাখা হোক। এটা আমাদের দাবি। দুর্ঘটনা ও শ্লীলতাহানির ঘটনা কমবে এতে।" কর্ণাটক পুলিশের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে এরকম কোনো অনুরোধ কোনো রাজনৈতিক দলের কাছ থেকে তারা পাননি ।তারা এও আশ্বস্ত করেছে , কোনো করকম বিসৃঙ্খলা ঠেকাতে কর্ণাটকের ১৫০০০ পুলিশ মোতায়ন থাকবে ।তাই মানুষ আশা করতেই পারে পুলিশ তাদের পাশেই আছে।
হিন্দুদের বদনাম করার জন্য ষড়যন্ত্র চলছে। তাই মহিলারা যেন পার্টিতে না যায়।বজরং দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, "মদ মাফিয়ারা খুব সহজেই হিন্দু মেয়েদের তাদের জালে ফাঁসিয়ে নেয়। ড্রাগস মাফিয়ারাও ভারতে খুব সক্রিয়। লাখ লাখ যুবক ড্রাগস নেয়। সঠিক পোষাক না পরে নিউ ইয়ার পালন করে। এটা ঠিক নয়। হিন্দুদের বদনাম করার জন্য এটা একটা ষড়যন্ত্র।"মদ, বার বন্ধের দাবি তুলে বজরং দলের সদস্য সূর্যনারায়ণ বলেছেন, "৩১শে ডিসেম্বর কর্ণাটকে মদ, বার, পাবগুলি বন্ধ রাখা হোক। এটা আমাদের দাবি। দুর্ঘটনা ও শ্লীলতাহানির ঘটনা কমবে এতে।" কর্ণাটক পুলিশের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে এরকম কোনো অনুরোধ কোনো রাজনৈতিক দলের কাছ থেকে তারা পাননি ।তারা এও আশ্বস্ত করেছে , কোনো করকম বিসৃঙ্খলা ঠেকাতে কর্ণাটকের ১৫০০০ পুলিশ মোতায়ন থাকবে ।তাই মানুষ আশা করতেই পারে পুলিশ তাদের পাশেই আছে।
No comments:
Post a Comment