Tuesday, 4 December 2018

বুলান্দশহরের নক্কারজনক ঘটনায় নাম জড়াল বিজেপির , সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

ওয়েব ডেস্ক ৪ঠা ডিসেম্বর, ২০১৮: আচ্ছা , মানুষের ভালো করার জন্যই তো বিজেপি সরকারে এসেছিল ? খারাপ করার জন্য নিশ্চই নয় ? তাহলে বুলান্দশহরের ঘটনায় বিজেপি নাম জড়াচ্ছে কেন ? ঠিক এই ভাষাতেই বিদ্যজনেদের একাংশ বুলান্দশহরের   ঘটনায় প্রশ্ন ছুড়ে দিলেন ।প্রসঙ্গত  উত্তরপ্রদেশের বুলন্দশহরের মাহাও গ্রামের ঘটনায় এবার নাম জড়িয়ে গেল বিজেপির।

ধৃত মূল অভিযুক্ত যোগেশরাজ বুলন্দশহরে জেলা বজরং দলের নেতা। যোগেশরাজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ এবং ৩০৭ ধারায় মামলা দায়ের করে তাকে খুনে অভিযুক্ত করেছে পুলিস। তার বিরুদ্ধে লুঠপাট এবং সরকারি সম্পত্তি হানির অভিযোগও রয়েছে। এছাড়া এফআইআরে পুলিস যে ২৭ জনের নাম উল্লেখ করেছে তার মধ্যে রয়েছে স্যানা এলাকার বিজেপি যুবনেতা শিখর আগরওয়াল এবং ভিএইচপি–র নেতা উপেন্দ্র রাঘবের নামও।যদিও যোগেশরাজ কোন সংগঠনের সদস্য তা নির্দিষ্ট করেননি এডিজি আইনশৃঙ্খলা। এডিজি আইনশৃঙ্খলা না বললেও নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিস অফিসার জানালেন, যে সব অভিযুক্তদের নাম এফআইআর–এ আছে তাদের বেশির ভাগই বজরং দল, হিন্দু যুববাহিনী এবং শিবসেনার সদস্য। বিডিজনেদের একাংশের দাবি যোগেশ্বর যেই দলেরই লোক হোকনা কেন তাকে অবিলম্বে গ্রেফতার করা উচিত ,যোগী আদিত্যনাথ এ বিষয়ে কতটা তৎপর হন এখন সেটাই দেখার ।

No comments:

Post a Comment

loading...