ওয়েব ডেস্ক ১৮ই ডিসেম্বর ২০১৮ :যেরকম কথা সেরকম কাজ । ভোটের আগে যেই প্রতিশ্রুতি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দিয়েছিলেন , মুখ্যমন্ত্রী হওয়ার পর অক্ষরে অক্ষরে কমলনাথ তা পালন করলেন । তবে দেশের যা আর্থিক ক্ষয়ক্ষতি হলো , সেগুলি কিভাবে এবং কোন রাস্তায় পূরণ হবে তা অবশ্য খোলসা করে কমলনাথ বলেননি ।
যাই হোক মধ্যপ্রদেশের কৃষকরা এতে যে সাহারা পাবেন তা বলাই বাহুল্য । যদিও কোমলনাথের বিরুদ্ধে শিখ বিরোধী দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে সরব হয়েছে বিজেপি। সজ্জন কুমারের সাজা ঘোষণা হয়েছে আজ। কমলনাথকে কেন রেয়াত করছে কংগ্রেস তা নিয়ে সরব বিজেপি। যদিও নানাবতী কমিশন তাঁকে ক্লিনচিট দিয়েছে। কিন্তু বিরোধীরা তা মানতে নারাজ। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, দিল্লির রাকবগঞ্জ গুরুদ্বারের সামনে কমলনাথের নেতৃত্বের শিখ বিরোধীরা জড়ো হয়েছিলেন। এবং তাঁর সামনেই দুই শিখকে হত্যা করা হয়েছিল। যবে থেকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে কমলনাথকে বসানোর চিন্তাভাবনা শুরু করেছিল কংগ্রেস হাইকমান্ড তবে থেকেই এই অভিযোগে সরব হয়েছিল বিজেপি। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ হওয়ায় কমলনাথ রেহাই পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। যদিও কংগ্রেস সেসবের তোয়াক্কা করেনি। মধ্যপ্রদেশের বিপুল ভোটে জয়ের জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার প্রাপ্য হলেও অভিজ্ঞ রাজনীতিক হিসেবে ঠাকুমার আমলের কমলনাথেই ভরসা রেখেছেন রাহুল।চিরাচরিত স্বভাব অনুসারে বিজেপি চাইছে কমলনাথকে বিবিরতো করার । কিন্তু এসব করেও আদতে কংগ্রেসকে বেকায়দায় যে ফেলা যাবেনা সেটা হয়তো বিজেপির কিছু নেতা মন্ত্রীদের বোধগম্য হচ্ছেনা ।
যাই হোক মধ্যপ্রদেশের কৃষকরা এতে যে সাহারা পাবেন তা বলাই বাহুল্য । যদিও কোমলনাথের বিরুদ্ধে শিখ বিরোধী দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে সরব হয়েছে বিজেপি। সজ্জন কুমারের সাজা ঘোষণা হয়েছে আজ। কমলনাথকে কেন রেয়াত করছে কংগ্রেস তা নিয়ে সরব বিজেপি। যদিও নানাবতী কমিশন তাঁকে ক্লিনচিট দিয়েছে। কিন্তু বিরোধীরা তা মানতে নারাজ। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, দিল্লির রাকবগঞ্জ গুরুদ্বারের সামনে কমলনাথের নেতৃত্বের শিখ বিরোধীরা জড়ো হয়েছিলেন। এবং তাঁর সামনেই দুই শিখকে হত্যা করা হয়েছিল। যবে থেকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে কমলনাথকে বসানোর চিন্তাভাবনা শুরু করেছিল কংগ্রেস হাইকমান্ড তবে থেকেই এই অভিযোগে সরব হয়েছিল বিজেপি। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ হওয়ায় কমলনাথ রেহাই পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। যদিও কংগ্রেস সেসবের তোয়াক্কা করেনি। মধ্যপ্রদেশের বিপুল ভোটে জয়ের জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার প্রাপ্য হলেও অভিজ্ঞ রাজনীতিক হিসেবে ঠাকুমার আমলের কমলনাথেই ভরসা রেখেছেন রাহুল।চিরাচরিত স্বভাব অনুসারে বিজেপি চাইছে কমলনাথকে বিবিরতো করার । কিন্তু এসব করেও আদতে কংগ্রেসকে বেকায়দায় যে ফেলা যাবেনা সেটা হয়তো বিজেপির কিছু নেতা মন্ত্রীদের বোধগম্য হচ্ছেনা ।
No comments:
Post a Comment