Saturday, 22 December 2018

প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহকে পাকিস্তান চরের সঙ্গে তুলনা করলেন বিজেপি সাংসদ মহেন্দ্রনাথ পাণ্ডে

ওয়েব ডেস্ক ২২শে ডিসেম্বর ২০১৮: ভারতের মতো গণতান্ত্রিক দেশে সবারই নিজের মতামত ব্যক্ত করার অধিকার আছে , আর প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহও সেই অধিকারকে ব্যবহার করেছিলেন  । এর মধ্যে দোষের কিছু নেই বলে যেমন এক শ্রেণীর মানুষ মনে করেন সেরকম অন্য আর এক শ্রেণীর মানুষও আছেন যারা তাকে কটূক্তি করতেও ছাড়েননা । যেমন ৬১ বছর বয়সী মহেন্দ্রনাথ পাণ্ডে উত্তর প্রদেশে বিজেপির প্রধান।


ওই রাজ্যে চান্দৌলি কেন্দ্র থেকে জিতে তিনি ২০১৪ সালে লোকসভার সাংসদ হয়েছেন। সম্প্রতী উত্তর প্রদেশের বুলন্দশহরে গোরক্ষকদের তাণ্ডবে একাধিক মানুষের প্রাণ গিয়েছে। যাদের মধ্যে এক পুলিশকর্মীও রয়েছে। এই বিষয় নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। বৃহস্পতিবার বর্তমান ভারতে অবস্থা দেখে সন্তানদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। দেশের বিশিষ্ট অভিনেতার এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। মুখ খুলেছেন বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিরা। পক্ষ এবং বিপক্ষ দুই ধরনের মতামতই সামনে এসেছে।এই বিষয়ে বিজেপি নেতা তথা সাংসদ মহেন্দ্রনাথ পাণ্ডে বলেছেন, ‘‌নাসিরুদ্দিন শাহ একজন খুব ভালো শিল্পী। একট ছবিতে তিনি পাকিস্তানের চরের চরিত্রে অভিনয় করেছিলেন। আমার মনে হচ্ছে ওঁনার সেই ভাব এখন একটু বেশি বেড়ে গিয়েছে।’‌ হিন্দি ছবি ‘‌সরফরোশ’‌এ পাকিস্তানের গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল গুলফাম হোসেন। পেশায় গায়ক ছিলেন গুলফাম হোসেন। গায়ক হওয়ার সুবাদে ভারতের বিভিন্ন মহলে তাঁর পরিচিতি ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে ভারতের মাটিতে হিংসা ছড়াতো পাকিস্তান। প্রসঙ্গত নাসিরুদ্দিন শাহ গতকাল বলেছিলেন , বর্তমান যা পরিস্তিতি তাতে নিজের সন্তানদের নিয়ে ভারতে থাকতে আতঙ্কিত বোধ করছেন ।

No comments:

Post a Comment

loading...