ওয়েব ডেস্ক ১১ই ডিসেম্বর ২০১৮ : বিধানসভা নির্বাচনের উৎকণ্ঠার অবসান আর কিছুক্ষনের মধ্যে ।কয়েক মাসের প্রস্তুতি , গলাফাটানো , মানুষকে বোঝানোর সব কিছুরই পুঙ্খুনাপুঙ্খু বিচার শুরু হবে অকৃতকার্যদের জন্য আর যেই দল সাফল্য দেখবে সেই দলের সমর্থকদের জন্য স্বস্তি ।এই ভাবেই নির্বাচনের চিত্রতার সাথে ওয়াকিবহাল ভারত বর্ষের মানুষ ।
সারা দেশ জুড়ে নির্বাচনের এই পর্বে পাঁচ সমস্ত রাজ্যের মধ্যে বড় রাজ্য মধ্যপ্রদেশ। আর এই রাজ্যে মোট ২৩০টি বিধানসভা আসনে হচ্ছে লড়াই। আর কিছুক্ষনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে তিনবারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ক্ষমতায় ফিরতে পারছেন কি কিনা । যদিও কংগ্রেস কিন্তু ১৫ বছর পর ফের মধ্যপ্রদেশ দখল করতে যথেষ্ট রাজনৈতিক ভাবে আশাবাদী।অন্যদিকে সকাল ১১টা পর্যন্ত যা ফলাফল এসেছে , তাতে এক সংখ্যাগরিষ্ঠতার পথে কংগ্রেস। ১১৬টি আসন পেলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে কংগ্রেস । ১১টা পর্যন্ত গননার যা ফলাফল আসছে ,তাতে ১১৬টি আসনে এগিয়ে কংগ্রেস। ১০০টিতে বিজেপি। আর অন্যান্য দল এগিয়ে ১৪টি আসনে। এই মুহূর্তের খবর এমনটাই ,বিস্তারিত আরো খবর খবরে থাকবো ঘন্টাখানেক পরে।
সারা দেশ জুড়ে নির্বাচনের এই পর্বে পাঁচ সমস্ত রাজ্যের মধ্যে বড় রাজ্য মধ্যপ্রদেশ। আর এই রাজ্যে মোট ২৩০টি বিধানসভা আসনে হচ্ছে লড়াই। আর কিছুক্ষনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে তিনবারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ক্ষমতায় ফিরতে পারছেন কি কিনা । যদিও কংগ্রেস কিন্তু ১৫ বছর পর ফের মধ্যপ্রদেশ দখল করতে যথেষ্ট রাজনৈতিক ভাবে আশাবাদী।অন্যদিকে সকাল ১১টা পর্যন্ত যা ফলাফল এসেছে , তাতে এক সংখ্যাগরিষ্ঠতার পথে কংগ্রেস। ১১৬টি আসন পেলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে কংগ্রেস । ১১টা পর্যন্ত গননার যা ফলাফল আসছে ,তাতে ১১৬টি আসনে এগিয়ে কংগ্রেস। ১০০টিতে বিজেপি। আর অন্যান্য দল এগিয়ে ১৪টি আসনে। এই মুহূর্তের খবর এমনটাই ,বিস্তারিত আরো খবর খবরে থাকবো ঘন্টাখানেক পরে।
No comments:
Post a comment