Sunday, 30 December 2018

বুলান্দশহরের নিহত পুলিশ ইন্সপেক্টরের খুনে শেষমেশ আত্মহত্যার তকমা সেঁটে দিল বিজেপি বিধায়ক

ওয়েব ডেস্ক ৩০শে ডিসেম্বর ২০১৮: একটা পাপ লোকাবার  জন্য আর কত মিথ্যের  সাহায্য নেবে বিজেপির রাজনৈতিক লোকেরা ? প্রথমত বুলান্দশহরের নিহত পুলিশ ইন্সপেক্টরের খুনি কে আড়াল করতে ,উল্টে পুলিশ ইন্সপেক্টর সুবোধ কুমারকেই সুচতুর ভাবে কাঠগড়ায় তুলেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।এবার  বিজেপি বিধায়ক দেবেন্দ্র সিং লোধির বিতর্কমূলক মন্তব্য সামনে এল।

দেবেন্দ্র সিং এর মতে, ভিড় আক্রমনাত্মক হলে ইন্সপেক্টর সুবোধ কুমার স্বয়ং নিজের মাথায় গুলি করেন।এতে তিনি মারা যান।দেবেন্দ্র সিং বলেন,কিছু লোককে অযথা ফাসানো হচ্ছে।ইন্সপেক্টরকে একটি গুলি লেগেছিল।বিজেপি বিধায়কের দাবি, যখন ভিড় সুবোধ কুমারকে ঘিড়ে ফেলেছিল,আশাহীন হয়ে তখন নিজেকে বাচানোর জন্য  তাঁর কাধে গুলি মারার চেস্টা করেন, কিন্তু ভুল করে তাঁর মাথায় লাগে গুলি। এতে ইন্সপেক্টরের মৃত্যু হয়।উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর গোহত্যার অভিজোগে  বুলন্দশহরে হিংসায় পুলিশ ইন্সপেক্টর সুবোধ কুমার এবং সুমিত কুমার নামে এক স্থানীয়  যুবককে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে বজরং দলের নামও সামনে আসে। ময়নাতদন্তে জানা গেছে যে, সুবোধ কুমারের দেহে পাথর নিক্ষপের ছয়টি আঘাত এবং তার মাথার খুলিতে একটি বুলেটও ছিল।khub জানতে  ইচ্ছে  করে এটাই কি "আচ্ছে দিন ?" 

No comments:

Post a Comment

loading...