Monday, 31 December 2018

বিজেপি শাসনকালের রেশ এখনো যায়নি , জেলাশাসকের পা জড়িয়ে কাঁদতে হল কৃষককে

ওয়েব ডেস্ক ৩০শে ডিসেম্বর ২০১৮: মধ্যপ্রদেশে বিজেপির শাসন কালে , বিজেপি সরকার কৃষকদের দৈনন্দিন জীবন কোন খারাপ অবস্থায় নামিয়ে নিয়ে এসেছিল তার জলজ্যান্ত উদাহরণ পাওয়া গেল । প্রসঙ্গত মধ্যপ্রদেশের শিবপুরী জেলার বাসিন্দা বছর তিরিশের অজিত জাতব। যিনি পেশায় এক কৃষক। ইনি তাঁর চাষের জমিতে জলসেচের জন্যে একটা ছোট পাওয়ার ট্রান্সফরমার নেওয়ার জন্য মাস ছয়েক আগে ৪০০০০ টাকা জমা দেয়।


কিন্তু হররোজ দীর্ঘ ছ’মাস ধরে ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসে চক্কর লাগালেও কোনো সুরাহা হয় নি। অজিতবাবুর অভিযোগ, তিনি ট্রান্সফরমার পেতে প্রয়োজনীয় সমস্ত কাগজপত্রের শেষ করলেও রানাউড গ্রামের প্রশাসনের গাফিলতিতে কাজটি এগোয়নি। তাই গত শুক্রবার যখন ডিস্ট্রিক্ট কালেক্টর তাঁর অফিস থেকে বাইরে বের হন, তখন অজিতবাবু নিরুপায় হয়ে কালেক্টরের পা জড়িয়ে ধরেন। সেই ভিডিও ভাইরাল হয়। প্রসঙ্গত কংগ্রেস সরকার আসার পর কৃষকদের রিন্ মুকুব করে , কিন্তু তার পরেও ন্যূনতম সহায়ক মূল্য, সেচ সুবিধা এবং নিয়মিত বিদ্যুৎ প্রভৃতি না পাওয়ার কারণে সেখানকার কৃষকদের জীবন ওষ্টাগত। 

No comments:

Post a Comment

loading...