ওয়েব ডেস্ক ১৩ ই ডিসেম্বর ২০১৮ : কেন ইতিহাসের স্নাতক আইএএস অফিসারকে আর বি আই গভর্নর পদে কেন্দ্র সরকার বসাল এ নিয়ে ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল দিনের পর দিন চুলচেরা বিশ্লেষণ করে যেতেই পারে ,তাতে তাদের টি.আর.পিও যে রমরমিয়ে বাড়বে সেটা এখন থেকেই বলে দেওয়া যায়।প্রসঙ্গত উর্জিত প্যাটেলের ইস্তফার পর প্রাক্তন অর্থসচিব শক্তিকান্ত দাসকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে নিযুক্ত করেছে মোদি সরকার।
ইতিহাস নিয়ে পড়াশোনা করা শক্তিকান্ত কীভাবে দেশের শীর্ষব্যাঙ্কের দায়িত্ব সামলাবেন? সেই প্রশ্ন আগেই অনেকে তুলেছেন। এবার দলের অন্দরেই উঠল সেই প্রশ্ন। মোদি সরকারের এই নিয়োগ নিয়ে পরিহাস করলেন বিজেপি নেতা জয় নারায়ন ব্যাস। টুইট করে তিনি বলেন, ‘রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ইতিহাসে স্নাতকোত্তর। আমার প্রার্থনা তিনি যেন রিজার্ভ ব্যাঙ্ককেই ইতিহাসে না পরিণত করে ফেলেন।’ পরে তিনি সংবাদসংস্থা এএনআইকে এক সাক্ষাৎকারে জানান, ‘রিজার্ভ ব্যাঙ্ককে চালানোর জন্য দেশ এবং দেশের বাইরের অর্থনীতিকে বোঝেন এরকম ব্যক্তির প্রয়োজন। আইএস অফিসারকে শ্রদ্ধা করেই বলছি, আন্তর্জাতিক স্তরে আগের গভর্নররা যে সম্মান পেয়েছিলেন, এবার সেটা যেন উধাও। আমার মতে অর্থনীতিতে চৌখস কোনও ব্যক্তিকেই রিজার্ভ ব্যাঙ্কের দায়িত্ব দেওয়া উচিত।’ যেটা বিজেপির অন্দর মহলের থেকে উঠছে , সেটা এমন নয় অমিত শাহদের কান অবধি পৌঁছায়নি , পৌঁছেছে ঠিকই , তবুও এই কাজটা করার আগে তারা দুবার ভেবেছেন বলে মনে হয়না ।সময়ই বলে দেবে কেন ইতিহাসের স্নাতক আইবিআই এর সর্বোচ্চ পদে , এমনই মনে করেন বিদ্যজনেদের একাংশ ।
ইতিহাস নিয়ে পড়াশোনা করা শক্তিকান্ত কীভাবে দেশের শীর্ষব্যাঙ্কের দায়িত্ব সামলাবেন? সেই প্রশ্ন আগেই অনেকে তুলেছেন। এবার দলের অন্দরেই উঠল সেই প্রশ্ন। মোদি সরকারের এই নিয়োগ নিয়ে পরিহাস করলেন বিজেপি নেতা জয় নারায়ন ব্যাস। টুইট করে তিনি বলেন, ‘রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ইতিহাসে স্নাতকোত্তর। আমার প্রার্থনা তিনি যেন রিজার্ভ ব্যাঙ্ককেই ইতিহাসে না পরিণত করে ফেলেন।’ পরে তিনি সংবাদসংস্থা এএনআইকে এক সাক্ষাৎকারে জানান, ‘রিজার্ভ ব্যাঙ্ককে চালানোর জন্য দেশ এবং দেশের বাইরের অর্থনীতিকে বোঝেন এরকম ব্যক্তির প্রয়োজন। আইএস অফিসারকে শ্রদ্ধা করেই বলছি, আন্তর্জাতিক স্তরে আগের গভর্নররা যে সম্মান পেয়েছিলেন, এবার সেটা যেন উধাও। আমার মতে অর্থনীতিতে চৌখস কোনও ব্যক্তিকেই রিজার্ভ ব্যাঙ্কের দায়িত্ব দেওয়া উচিত।’ যেটা বিজেপির অন্দর মহলের থেকে উঠছে , সেটা এমন নয় অমিত শাহদের কান অবধি পৌঁছায়নি , পৌঁছেছে ঠিকই , তবুও এই কাজটা করার আগে তারা দুবার ভেবেছেন বলে মনে হয়না ।সময়ই বলে দেবে কেন ইতিহাসের স্নাতক আইবিআই এর সর্বোচ্চ পদে , এমনই মনে করেন বিদ্যজনেদের একাংশ ।
No comments:
Post a comment