ওয়েব ডেস্ক ২৯শে ডিসেম্বর ২০১৮: সাম্প্রতিক কিছু সময় থেকে প্রায়ই শিরোনামে রয়েছেন গোরক্ষপুরের জনপ্রিয় পিডিয়াট্রিক্স ডাঃ কাফিল খান। গোরক্ষপুর বিআরডি কলেজে শিশুমৃত্যুর ঘটনায় তাঁকে অভিযুক্ত করে জেলে পাঠিয়েছিল যোগী প্রশাসন। এমনকি আজও প্রত্যেক সপ্তাহে কোর্টে হাজিরা দিতে হয় ডাঃ কাফিল খানকে।
এতকিছুর পরও মানবসেবা থেকে তিনি দূরে সরে যাননি। ডাঃ কাফিল জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জেলায় ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্প করছেন তিনি। জনপ্রিয় এই শিশু বিশেষজ্ঞ আজও গোরক্ষপুরে একটি ক্যাম্প করছেন বলে জানিয়েছেন। আজ বিরই খুর্ড উরুবা এলাকায় এই শিবিরের আয়োজন করা হয়েছে।
এতকিছুর পরও মানবসেবা থেকে তিনি দূরে সরে যাননি। ডাঃ কাফিল জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জেলায় ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্প করছেন তিনি। জনপ্রিয় এই শিশু বিশেষজ্ঞ আজও গোরক্ষপুরে একটি ক্যাম্প করছেন বলে জানিয়েছেন। আজ বিরই খুর্ড উরুবা এলাকায় এই শিবিরের আয়োজন করা হয়েছে।
No comments:
Post a Comment