Sunday, 16 December 2018

খুললাম খুল্লা চুম্বন প্রতিযোগিতা ঝাড়খণ্ডে , দূরবিনেও দেখা পাওয়া যাচ্ছেনা বজরং দলের ,বিজেপি নীরব দর্শক

ওয়েব ডেস্ক ১৬ই ডিসেম্বর ২০১৮ : বিজেপি শাসন কালে বজরং দলের মতো সংগঠনের আস্ফালন দেখার মতো , ভ্যালেনটাইন'স ডে তে যুগল পিটিয়ে ভারতীয় ঐতিহ্য বজায় রাখার দায় নিজেদের কাঁধে তুলে নিয়েছে  , ২৫শে ডিসেম্বরকে  বিদেশিদের উৎসব বলে ডান্ডা হাতেও ঘুরে বেড়াতে দেখা গেছে , পাচ্ছে যদি কোনো কপত কপোতী   পাওয়া যায় ।আর এসবে বিজেপি সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করেছে ।করবেনাই বা কেন ?


প্রচ্ছন্ন মদত ছিল যে !এখন তারা, নিজেদের শাসিত রাজ্য ঝাড়খণ্ডের দিকে একবার তাকিয়ে দেখছেন ? যেখানে আদিবাসীদের জনসমক্ষে চুম্বন প্রতিযোগিতা চলছে ।প্রসঙ্গত ঝাড়খণ্ডের আদিবাসী অধ্যুষিত পাকুর জেলার লিট্টিপাড়ায় প্রত্যেক বছর মহা ধুমধাম করে আয়োজিত হয় সিধো-কানহো মেলা৷ গত বছরের ওই মেলার অন্যতম আকর্ষণ ছিল এই চুম্বন প্রতিযোগিতা৷ খেলার নিয়ম ছিল, খোলা মাঠের মধ্যে একে অপরের সঙ্গে চুম্বনে লিপ্ত থাকতে হবে আদিবাসী পুরুষ ও মহিলাকে৷ প্রতিযোগিতার শুরু হতেই ওই অবস্থায় দৌড়াতে হবে তাঁদের৷ এরপর সম্পূর্ণ মাঠ একবার চক্কর কেটে চুম্বনরত অবস্থাতেই আবারও শুরুর স্থানেই ফিরে আসতে হবে যুগলকে৷ যাঁরা প্রথম আসবেন, তাঁরাই প্রতিযোগিতার বিজয়ী হবেন৷ আদিবাসী অধ্যুষিত পাকুর জেলার লিট্টিপাড়ায় গতবছর এই অভিনব প্রতিযোগিতার আয়োজন করেছিলেন সেখানকার বিধায়ক সিমন মারান্ডি৷ তাঁর যুক্তি ছিল, এই ধরনের প্রতিযোগিতা স্বামী-স্ত্রী ও প্রেমিক-প্রেমিকার মধ্যে ভালবাসা বাড়ায়৷ তবে নিজেদের শাসিত রাজ্য বলে কি না , সেটা বলা কঠিন এই মুহূর্তে, বিজেপির তরফ থেকে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি এই ব্যাপারে  ৷ আর বজরং দল ? তাদের দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছেনা ৷  

No comments:

Post a Comment

loading...