Thursday, 13 December 2018

যোগীর উত্তরপ্রদেশের বিয়েতে হাওয়ায় গুলি ছুড়ে আনন্দ, প্রাণ গেল ১

ওয়েব ডেস্ক ১৩ ই ডিসেম্বর ২০১৮ : যেই গিমিক ছড়িয়ে বিজেপি কেন্দ্রে বসেছিল বা উত্তরপ্রদেশের মতো রাজ্যে এসেছে  , সেই চমক থেকে মোহভঙ্গ হয়েছিল ভারতবাসীর অনেক আগেই , এবার মধ্যপ্রদেশ ,রাজস্থান , ছত্তিসগরের মতো রাজ্যে ভোট বাক্সে প্রতিফলিত হয়েছে । তাহলে স্বয়ংক্রিয়ভাবে প্রশ্ন আসে তাহলে উত্তরপ্রদেশের তো যোগী সরকার সেখানেও কি কোনো পরিবর্তন হয়নি ? একটু ঘটনাই সব পরিষ্কার করে দেবে ।


প্রসঙ্গত বিয়ে মানেই আনন্দ। কিন্তু সেই আনন্দের মূহূর্তই পাল্টে গেল বিষাদে। বিয়ের অনুষ্ঠানে শূন্যে গুলি ছুড়ল বরের পরিবারের এক সদস্য। তবে দুর্ভাগ্যক্রমে সেই গুলিতে মৃত্যু হল ১৪ বছরের এক কিশোরের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডার জারচা এলাকার ঘোরি বাচেরা গ্রামে। বুধবার রাতে ওই বিয়ে বাড়িতে উপস্থিত ছিল বর–কনে দু’‌পক্ষই। অনুষ্ঠানের মাঝেই আচমকা শূন্যে গুলি ছোড়ে বরপক্ষের এক সদস্য। কিন্তু সেই গুলি গিয়ে লাগে গৌরব নামে ওই কিশোরের গায়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপরই খবর দেওয়া হয় পুলিসে। মৃত কিশোরের বাবা জগদীশ ইতিমধ্যে বর–সহ চারজনের বিরুদ্ধে পুলিসে মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে তদন্তও শুরু হয়েছে। ঘটনা প্রসঙ্গে পুলিস আধিকারিক রামসেন সিং জানিয়েছেন, ‘‌ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে। আমরা ঘটনার ভিডিও ফুটেজ এবং অন্যান্য সাক্ষ্যপ্রমাণ জোগাড়ের চেষ্টা করছি। সবদিক খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’‌ এই ঘটনা কি এটি প্রমান করেনা এখনো সাধারণ মানুষদের কাছে বেইনিভাবে অস্ত্র রয়েছে  ।আর ভারতের  কোন সংবিধানে লেখা আছে বিয়ের সময় বন্দুক থেকে গুলি চালাতে হবে ? এদের বিরুদ্ধে যোগী সরকার কি পদক্ষেপ নিয়েছিলেন ? উত্তরটা সবারই জানা । তাহলে যোগী আদিত্যনাথ এসে কি লাভ হল ?

No comments:

Post a Comment

loading...