Sunday, 9 December 2018

শেষ পর্যন্ত তুর্কির প্রথম মহিলা ইমিনে এরদোগানও , নরেন্দ্র মোদিকে অবজ্ঞা করলেন, ভাইরাল হল সেই ভিডিও

ওয়েব ডেস্ক ৯ই ডিসেম্বর ২০১৮ : দেশে যখন প্রধানমন্ত্রীর সমালোচকেরা একের পর এক তীর বিদ্ধ করে চলেছেন , তখন বিদেশেও এর রেশ পড়ল ।প্রসঙ্গত জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্জেন্টিনায় যোগ দিতে গিয়েছিলেন ।সেখানে তুর্কির প্রথম মহিলা ইমিনে এরদোগান আর ভারতের প্রধানমন্ত্রী ঘটনা চক্রে একই সারিতে চলেএসেছিলেন ।

ভিডিওতে  দেখাযায় পাশে দাঁড়ানো নরেন্দ্র মোদীর উপস্তিতি বুঝতে পেরে, অন্য দিকে মুখ ঘুরিয়ে  ইমিনে এরদোগান আকাশের দিকে তাকাতে থাকেন , এই এড়ানোর  ভঙ্গিমা নরেন্দ্র মোদীর  অপমানিত বোধ করেছেন সেটা বলাই বাহুল্য  । যদিও ভিডিওতে দেখা যাচ্ছে , শ্রীযুক্ত নরেন্দ্র মোদী , যথা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করেছেন , আর এরকম ঘটনা যে ঘটেছে সেটা বুঝতে না দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন ।সোশ্যাল মিডিয়ায় অবশ্যই এই ব্যাপারটা আলোড়ন সৃষ্টি করেছে । ভারতের প্রধানমন্ত্রী কাছে এই ঘটনা একেবারেই অনভিপ্রেত ছিল ,ভিডিওতে তাকে যথেষ্ট অপমানিত বোধ , দেখিয়েছে ।  

No comments:

Post a Comment

loading...