Saturday, 29 December 2018

এবার রবীন্দ্র নাথ ঠাকুরের নামে নামাঙ্কিত জায়গার নাম বদলানোর জন্য উঠে পড়ে লাগল বিজেপি

ওয়েব ডেস্ক ২৯শে ডিসেম্বর ২০১৮: জায়গার নাম বদল করতে করতে এবার রবীন্দ্র নাথ ঠাকুরের  নামে নামাঙ্কিত জায়গার নাম বদলানোর জন্য উঠে পড়ে লাগল বিহার বিজেপি । উত্তর প্রদেশে এতগুলো জায়গার নাম বদল করে মনের আঁশ যখন মেটেনি এবার বিহারের প্রানকেন্দ্র বলে পরিচিত রবীন্দ্র  চকের নাম বদলে অটল বেহারী বাজপেয়ীর নামে করার প্রস্তাব উঠল । কবিগুরু রবীন্দ্র চক হলো শহরের 'ডাকবাংলো চক'-এর অপর নাম।


 ফ্রেজার রোড ও বেলি রোডের সংযোগস্থলে অবস্থিত রবীন্দ্র চক শহরের প্রায় মধ্যস্থল। ২০০২ সালে এই এলাকার নাম রবীন্দ্র চক করা হয়। আর এই নামকেই পরিবর্তন করে 'অটল চক' রাখতে চায় বিজেপি। বিজেপি কাউন্সিলর বিকাশ কুমার ইতিমধ্যেই নাম পাল্টানোর জন্য পুরসভায় প্রস্তাব দিয়েছেন। এই বিষয়ে ২০ ডিসেম্বর পুরসভার স্থায়ী সমিতিতে আলোচনাও হয়েছে। তবে সিদ্ধান্ত এখনও জানানো হয়নি।যদিও বিহার বেঙ্গলি অ্যা সোসিয়েশনের এক প্রতিনিধি দল এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে দেখা করেছেন। বেঙ্গলি অ্যা সোসিয়েশনের এক মুখপাত্রের দাবী, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়েছেন,  যে জায়গার নাম একবার রবীন্দ্র নাথ ঠাকুরের নামে হয়েছে সেই জায়গার নাম আর বদল করা যাবেনা।পটনা পুরসভার ডেপুটি কমিশনার বিশাল আনন্দ বলেন, "ডাকবাংলো চকের নাম পরিবর্তন নিয়ে বিতর্ক হতেই পারে। তাই বিষয়টি আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে শহরের অন্য কোনো চৌমাথার নাম অটল বিহারী বাজপেয়ীর নামে করা যেতেই পারে।" নাম বদল করলেই যে জায়গার উন্নতি হচ্ছে এমন তো নয় , তাই বিজেপিকে বিদ্যজনেদের একাংশের পরামর্শ , আগে মানুষের দৈনন্দিন জীবন উন্নতি করার চেষ্টা করুক বিজেপি , এবং এটাই আসল কাজ ।

No comments:

Post a Comment

loading...