ওয়েব ডেস্ক ২৮ শে ডিসেম্বর ২০১৮:নাসিরুদ্দিন শাহ আছেন নাসিরুদ্দিন শাহতেই তার অকুতোভয় আচরণ সোশ্যাল মিডিয়ায় দারুন ট্রোলড হচ্ছে , আর হবেনাইবা কেন তিনি যে "স্টুপিড কমন ম্যান " তার নিজের অভিমত ব্যক্ত করতে যে ভয় পান না।কয়েকদিন আগেই তার নিজেস্য অভিমত ব্যক্ত করার জন্য পাকিস্তানের টিকিট কেটে দিয়েছিলেন উগ্র হিন্দুবাদী সংগঠন তারা আজ উল্লাস করতে পারেন নাসিরুদ্দিন শাহের নব তম সংযোজনে, অবস্যই তিন তালাক ইস্যুতে ।তিন তালাক বিষয়ে মুখ খুলতে গিয়ে নাসিরুদ্দিন শাহ বলেন "তিন তালাকের প্রচলন বন্ধকরার প্রয়াস খুবই প্রশংসনীয় " সঙ্গে যোগ করেন "এটা একটা ভুল ব্যাখ্যা " ।
তিনি আরো বলেন "আমি মনে করি না যে এটি এমন একটি অভ্যাস যা পরবর্তী কালে অনুসরণ করা উচিত । এটি একটি বর্বর জিনিস, এবং এটি অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমার কোনো দ্বিমত নেয় এই বিষয়ে আর কোনো অনুসূচনাও নেই ।" সাংবাদিকের মুখোমুখিতে তিনি আরো জানান তিনি যেই অভিমত ব্যক্ত করেছিলেন কয়েকদিন আগে ভারতের বর্তমান পরিস্তিতি সমন্ধে সেই মতামতেরও কোনো অনুশোচনা তিনি করেন না । বোঝাই যাচ্ছে তিনি প্রচন্ড একরোখা মানুষ , তার কাছে যেটা ঠিক তিনি সেই কথাটাই বলে থাকেন । বিদ্যজনেদের একাংশের অভিমত নাসিরুদ্দিন শাহ তিন তালাক প্রসঙ্গে তার খোলা খুলি সমর্থন জানিয়ে কেন্দ্রীয় সরকারের মন গলানোর চেষ্টা করলেন না তো , কারণ মানুষ রেগে থাকলে রুপোলি পর্দার বাজারটাও যে নষ্ট হওয়ার আশংকা থাকে ।
তিনি আরো বলেন "আমি মনে করি না যে এটি এমন একটি অভ্যাস যা পরবর্তী কালে অনুসরণ করা উচিত । এটি একটি বর্বর জিনিস, এবং এটি অবিলম্বে বন্ধ হওয়া উচিত। আমার কোনো দ্বিমত নেয় এই বিষয়ে আর কোনো অনুসূচনাও নেই ।" সাংবাদিকের মুখোমুখিতে তিনি আরো জানান তিনি যেই অভিমত ব্যক্ত করেছিলেন কয়েকদিন আগে ভারতের বর্তমান পরিস্তিতি সমন্ধে সেই মতামতেরও কোনো অনুশোচনা তিনি করেন না । বোঝাই যাচ্ছে তিনি প্রচন্ড একরোখা মানুষ , তার কাছে যেটা ঠিক তিনি সেই কথাটাই বলে থাকেন । বিদ্যজনেদের একাংশের অভিমত নাসিরুদ্দিন শাহ তিন তালাক প্রসঙ্গে তার খোলা খুলি সমর্থন জানিয়ে কেন্দ্রীয় সরকারের মন গলানোর চেষ্টা করলেন না তো , কারণ মানুষ রেগে থাকলে রুপোলি পর্দার বাজারটাও যে নষ্ট হওয়ার আশংকা থাকে ।
No comments:
Post a Comment