ওয়েব ডেস্ক ১৬ই ডিসেম্বর ২০১৮ : ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী নির্বাচনে কংগ্রেস কে বেশ ভালোই বেগ পেতে হল ।কংগ্রেসের নেতারা, হাই কমান্ডের কথা সহজে যে মেনে নেবেননা সেটা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী নির্বাচনেই ভালো মতো টের পাওয়া গেল ।যাইহোক অবশেষে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেশ বাঘেল।টানা পাঁচ দিন দর কষাকষির পর এহেন ফল পাওয়া গেল কংগ্রেসের তরফ থেকে । শনিবারই ৪ মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর সঙ্গে কথা বলেন রাহুল। এরা হলেন, টি এস সিংদেও, তাম্রধ্বজ সাহু, ভূপেশ বাঘেল ও চরণ দাস মহন্ত। রাহুলের বাসভবনে ওই বৈঠকে উপস্থিত ছিলেন সোনিয়া ও প্রিয়াঙ্কা গান্ধীও।
খবর ছিল দ্বিতীয় দফার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন দুর্গ-এর বিধায়ক তাম্রধ্বজ সাহু। তবে ওই সাহুর মুখ্যমন্ত্রী হওয়ার বিরোধিতা করছেন দলের একাংশ। তারা রাহুলের কাছে এনিয়ে দরবার করেন। অবশেষে শিকে ছিঁড়ল ভূপেশের ভাগ্যেই।শানিবার ছত্তিসগড়ের চার মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর সঙ্গে নিজের ছবি টুইট করেন রাহুল গান্ধী। ফলে এনিয়ে জল্পনা থেকেই যায়। রবিবার সকালেও সংবাদমাধ্যমে একটা জল্পনা ছিল মুখ্যমন্ত্রী হতে পারেন তাম্রধ্বজ সাহু। ফলে অঙ্ক অনেকটাই জটিল আকার নেয়। তবে কংগ্রেসের বৈঠকে তা শেষ পর্যন্ত অবসান হল। সূত্রের খবর অনুসারে কংগ্রেস এমন কাউকে এই তিন রাজ্যে মুখ্যমন্ত্রী চাইছিল যারা মানুষের কাছে গ্রহণ যোগ্য , সেটা হয়েছে কি না সময়ই বলবে।
খবর ছিল দ্বিতীয় দফার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন দুর্গ-এর বিধায়ক তাম্রধ্বজ সাহু। তবে ওই সাহুর মুখ্যমন্ত্রী হওয়ার বিরোধিতা করছেন দলের একাংশ। তারা রাহুলের কাছে এনিয়ে দরবার করেন। অবশেষে শিকে ছিঁড়ল ভূপেশের ভাগ্যেই।শানিবার ছত্তিসগড়ের চার মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর সঙ্গে নিজের ছবি টুইট করেন রাহুল গান্ধী। ফলে এনিয়ে জল্পনা থেকেই যায়। রবিবার সকালেও সংবাদমাধ্যমে একটা জল্পনা ছিল মুখ্যমন্ত্রী হতে পারেন তাম্রধ্বজ সাহু। ফলে অঙ্ক অনেকটাই জটিল আকার নেয়। তবে কংগ্রেসের বৈঠকে তা শেষ পর্যন্ত অবসান হল। সূত্রের খবর অনুসারে কংগ্রেস এমন কাউকে এই তিন রাজ্যে মুখ্যমন্ত্রী চাইছিল যারা মানুষের কাছে গ্রহণ যোগ্য , সেটা হয়েছে কি না সময়ই বলবে।
No comments:
Post a comment