ওয়েব ডেস্ক ১৪ ই ডিসেম্বর ২০১৮ : ভাবতে অবিশাস্য মনে হলেও এটাই সত্যি ভারতের প্রথম গো মন্ত্রকের মন্ত্রী ওটারাম দেওঁবাসী এক জন নির্দল প্রার্থীর কাছে তার সিরোহির আসনটিতে পরাজিত হয়েছেন ১০০০০ বেশি ভোটে ।নির্দল প্রার্থীর নাম সান্যাম লোধা ।
সূত্রের খবর অনুসারে ওটারাম দেওঁবাসী পালি জেলার সুমিরপুর বিজ্ঞানসভা কেন্দ্রর অন্তর্গত মুন্ডারা গ্রামের বাসিন্দা ।এরকম একটা ঘটনা যে ঘটতে পারে তার আঁচও হয়তো বসুন্ধরা রাজে করতে পারেননি ।কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এরকম ঘটল ? এখন সময় এসেছে আত্মসমালোচনা করার ।যেরকম স্বপ্নের জাল বুনে সরকারে এসেছিল বিজেপি সেটা বাস্তবায়িত করতে পেরেছে কি ? সেটা বাস্তবায়িত করতে গেলে কি কি পদক্ষেপ নিতে হবে এখনই উচিত সে বিষয়ে ঠিক করা।বিজেপির নেতা মন্ত্রীরা শুনছেনতো ?
সূত্রের খবর অনুসারে ওটারাম দেওঁবাসী পালি জেলার সুমিরপুর বিজ্ঞানসভা কেন্দ্রর অন্তর্গত মুন্ডারা গ্রামের বাসিন্দা ।এরকম একটা ঘটনা যে ঘটতে পারে তার আঁচও হয়তো বসুন্ধরা রাজে করতে পারেননি ।কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এরকম ঘটল ? এখন সময় এসেছে আত্মসমালোচনা করার ।যেরকম স্বপ্নের জাল বুনে সরকারে এসেছিল বিজেপি সেটা বাস্তবায়িত করতে পেরেছে কি ? সেটা বাস্তবায়িত করতে গেলে কি কি পদক্ষেপ নিতে হবে এখনই উচিত সে বিষয়ে ঠিক করা।বিজেপির নেতা মন্ত্রীরা শুনছেনতো ?
No comments:
Post a Comment