ওয়েব ডেস্ক ৯ই ডিসেম্বর ২০১৮ : যত দিন যাচ্ছে কেন্দ্র সরকার চুপিসারে একটার পর একটা লাভজনক সরকারি সংস্থার শেয়ার বেসরকারী হাতে বিক্রি করে দিচ্ছে ।পূর্বে যেমন দেখা গিয়েছিল বিএসএনএলের কাবিল ওয়্যার গুলো রিলায়্যান্স অনুমতি ছাড়াই ব্যবহার করে যাচ্ছিল , এবার লোক সমাজের অলক্ষে কেন্দ্রীয় সরকার কোল ইন্ডিয়া লিমিটেডের ১৩,৭৩,১১,৯৪৩ শেয়ার অর্থাৎ ২.২১ % শেয়ার রিলায়েন্স নিপ্পন লাইফ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, দ্বারা পরিচালিত সিপিএসই কে বিক্রি করল ।
প্রথমত ভারতের বাজারে যত কয়লা লাগে তার ৮০% কয়লা উৎপন্ন করে কোল ইন্ডিয়া লিমিটেড । তা সত্ত্বেও এমন কি দরকার পড়ল নরেন্দ্র মোদীর সরকারের যে তরিঘড়ি করে আম্বানির হাতে ২.২১% শেয়ার তুলে দিতে হল ? নানা মহল থেকে প্রশ্ন উঠছে ।সূত্রের খবর অনুসারে , মিউচুয়াল ফান্ড স্কিমের অন্তর্গত , ভারতের রাষ্ট্রপতিকে সামনে রেখে কয়লা মন্ত্রিত্বের মাধ্যমে রিলায়েন্স নিপ্পন লাইফ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে এই শেয়ার বিক্রি করা হয়েছে । সূত্রের খবর অনুসারে কেন্দ্রীয় সরকার ১৭০০০ কোটি টাকা এই শেয়ার বিক্রি করে ঘরে তুলেছে , যেটা বলা হচ্ছে সাম্প্রতিক কালে সব থেকে বড় তহবিল উত্থাপিত হয়েছে । বিরোধীদের প্রশ্ন ভারত যখন আর্থিক বিকাশের পথে অনেকটাই অগ্রসর হয়েছে , তাহলে ভারতের মধ্যে এতো বড় আকারে অর্থ তোলা কেন হল ? প্রশ্ন একটা থেকেই যাচ্ছে ।
প্রথমত ভারতের বাজারে যত কয়লা লাগে তার ৮০% কয়লা উৎপন্ন করে কোল ইন্ডিয়া লিমিটেড । তা সত্ত্বেও এমন কি দরকার পড়ল নরেন্দ্র মোদীর সরকারের যে তরিঘড়ি করে আম্বানির হাতে ২.২১% শেয়ার তুলে দিতে হল ? নানা মহল থেকে প্রশ্ন উঠছে ।সূত্রের খবর অনুসারে , মিউচুয়াল ফান্ড স্কিমের অন্তর্গত , ভারতের রাষ্ট্রপতিকে সামনে রেখে কয়লা মন্ত্রিত্বের মাধ্যমে রিলায়েন্স নিপ্পন লাইফ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে এই শেয়ার বিক্রি করা হয়েছে । সূত্রের খবর অনুসারে কেন্দ্রীয় সরকার ১৭০০০ কোটি টাকা এই শেয়ার বিক্রি করে ঘরে তুলেছে , যেটা বলা হচ্ছে সাম্প্রতিক কালে সব থেকে বড় তহবিল উত্থাপিত হয়েছে । বিরোধীদের প্রশ্ন ভারত যখন আর্থিক বিকাশের পথে অনেকটাই অগ্রসর হয়েছে , তাহলে ভারতের মধ্যে এতো বড় আকারে অর্থ তোলা কেন হল ? প্রশ্ন একটা থেকেই যাচ্ছে ।
No comments:
Post a Comment