ওয়েব ডেস্ক ৮ই ডিসেম্বর ২০১৮ : অবশেষে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সময় পেলেন বুলান্দশহরের ইন্সপেক্টর খুনের ব্যাপারে বিবৃতি দেওয়ার ।সাধারণ মানুষ যখন তার বিবৃতি শোনার জন্য উদগ্রীব ছিলেন সেই সময় তাকে বিভিন্ন সমারোহে ডিজিটাল টিভির সামনে দেখা যায় , কিন্তু ইন্সপেক্টর খুনের ব্যাপারে তাকে বিচলিত হতে দেখা যায়নি ।
এবার বিবৃতি দিলেন , যা শুনে সাধারণ মানুষের নিন্দে করাটা স্বাভাবিক বলেই মনে হবে ।"কোনও গণপিটুনির ঘটনা ঘটেনি, এটা দুর্ঘটনা মাত্র", বুলন্দশহরে পুলিশ ইনস্পেক্টর খুনের ঘটনা নিয়ে এমন দাবিই করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিকে ADGP (আইনশৃঙ্খলা) এস বি শিরাদকরের জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতে বদলি করা হল সার্কেল অফিসার সত্যপ্রকাশ শর্মা ও ইন চার্জ সুরেশ কুমার। তাদের বিরুদ্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণে গাফলতির অভিযোগ রয়েছে। পাশাপাশি এসপি কৃষ্ণ বাহাদুর সিং-এর বদলে সিতাপুরের এসপি প্রভাকর চৌধুরীকে বুলন্দশহরের এসএসপি হিসেবে নিয়োগ করা হল। কৃষ্ণ বাহাদুরকে লখনউতে ডিজিপি পদে বদলি করা হয়েছে ।পুলিশ ইনস্পেক্টর খুনের ঘটনায় এক সেনা জওয়ান জড়িত বলে উত্তরপ্রদেশ পুলিশের দাবি। সূত্রের খবর, এই বিষয়ে সেনার নর্দার্ন কমান্ডের কাছে সাহায্য চেয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।বিদ্যজনেদের একাংশের অভিমত , ইন্সপেক্টর খুনের ঘটনাটা যোগী আদিত্যনাথ যদি ছোট ঘটনা বলে আখ্যা দেন তাহলে পরোক্ষে তিনি অপরাধ কে উৎসাহিত করছেন। এরকম উক্তি ওনার কাছ থেকে আশা করা যায়না ।
এবার বিবৃতি দিলেন , যা শুনে সাধারণ মানুষের নিন্দে করাটা স্বাভাবিক বলেই মনে হবে ।"কোনও গণপিটুনির ঘটনা ঘটেনি, এটা দুর্ঘটনা মাত্র", বুলন্দশহরে পুলিশ ইনস্পেক্টর খুনের ঘটনা নিয়ে এমন দাবিই করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিকে ADGP (আইনশৃঙ্খলা) এস বি শিরাদকরের জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতে বদলি করা হল সার্কেল অফিসার সত্যপ্রকাশ শর্মা ও ইন চার্জ সুরেশ কুমার। তাদের বিরুদ্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণে গাফলতির অভিযোগ রয়েছে। পাশাপাশি এসপি কৃষ্ণ বাহাদুর সিং-এর বদলে সিতাপুরের এসপি প্রভাকর চৌধুরীকে বুলন্দশহরের এসএসপি হিসেবে নিয়োগ করা হল। কৃষ্ণ বাহাদুরকে লখনউতে ডিজিপি পদে বদলি করা হয়েছে ।পুলিশ ইনস্পেক্টর খুনের ঘটনায় এক সেনা জওয়ান জড়িত বলে উত্তরপ্রদেশ পুলিশের দাবি। সূত্রের খবর, এই বিষয়ে সেনার নর্দার্ন কমান্ডের কাছে সাহায্য চেয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।বিদ্যজনেদের একাংশের অভিমত , ইন্সপেক্টর খুনের ঘটনাটা যোগী আদিত্যনাথ যদি ছোট ঘটনা বলে আখ্যা দেন তাহলে পরোক্ষে তিনি অপরাধ কে উৎসাহিত করছেন। এরকম উক্তি ওনার কাছ থেকে আশা করা যায়না ।
No comments:
Post a comment