ওয়েব ডেস্ক ২০ই ডিসেম্বর ২০১৮: বিজেপি সরকারের আমলে ভারত বিশ্ব দরবারে ক্রমশই পিছিয়ে যাচ্ছে লিঙ্গ বৈষ্যমের কারণে ।অন্তত সমীক্ষায় তো তাই বলছে । এখন প্রশ্ন হচ্ছে আর কত ভারত পেচ্ছবে ? প্রথমত আন্তর্জাতিক মানচিত্রে ভারত এমনই একটা দেশ যেখানে মেয়েরা সুরিক্ষিত নয় , সমীক্ষায় অন্তত তাই উঠে এসেছে । এবার মোদীজির আমলে লিঙ্গ বৈষম্যের বিচারে বাংলাদেশের থেকে ৬০ ধাপ নিচে ভারতের অবস্থান , যা নিঃসন্দেহে অপমানজনক এবং লজ্জাজনক ।
১৪৯ টি দেশ কে নিয়ে সমীক্ষায় , ভারত ১০৮ নম্বরের বিচরণ করছে ২০১৮ তে ।তার আগের বছরেও একই মৰ্য্যাদাক্রমে ছিল , ২০১৬ ২১ ধাপ ওপরে উঠে ৮৭ নম্বরের ভারতের মৰ্য্যাদাক্রম ছিল ।তবে দিকে দিন বর্ণবৈষম্যের জন্য ভারত যে আরো তলানিতে ঠেকছে সেটা এই সমীক্ষায় প্রমাণিত । প্রথমত এই সমীক্ষা তৈরী করা হয় চারটি বিভাগ এর ওপর জোর দিয়ে । সেগুলো হলো রাজনৈতিক ক্ষমতায়নে লিঙ্গ বৈষম্য ,নারী জাতির নিরক্ষরতা দূরীকরণ , এবং নারী জাতির স্বাস্থা । কিন্তু দেখা যাচ্ছে বিজেপি সরকারে আসার পর এসব ক্ষেত্রে একেবারেই পিছিয়ে পড়েছে ভারত । ভাবলেও , ভারতবাসী হিসেবে লজ্জা করে যে বাংলাদেশের মতো দেশ দক্ষিণ পূর্ব দেশগুলির মধ্যে ৪৮ তম স্থানে রয়েছে যেটা এশিয়া দেশগুলোর মধ্যে প্রথম স্থানাধিকারী হিসেবে দেখা হয়। শ্রীলংকা ও নেপাল যথাক্রমে ১০০ এবং ১০৫ স্থানে কয়েছে এই সমীক্ষায়, ভুটান ১২২ নম্বরে , এবং মালদ্বীপ ১১৩নম্বরে রয়েছে একমাত্র আফগানিস্তান এই সমীক্ষার অংশে ছিল না । লিঙ্গ বৈষম্যের সমীক্ষায় আইসল্যান্ড , প্রথম স্থান অধিকার করেছে , এ নিয়ে টানা ১০বার , নরওয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে , আর সুইডেন তৃতীয় স্থান অধিকার করেছে ।
১৪৯ টি দেশ কে নিয়ে সমীক্ষায় , ভারত ১০৮ নম্বরের বিচরণ করছে ২০১৮ তে ।তার আগের বছরেও একই মৰ্য্যাদাক্রমে ছিল , ২০১৬ ২১ ধাপ ওপরে উঠে ৮৭ নম্বরের ভারতের মৰ্য্যাদাক্রম ছিল ।তবে দিকে দিন বর্ণবৈষম্যের জন্য ভারত যে আরো তলানিতে ঠেকছে সেটা এই সমীক্ষায় প্রমাণিত । প্রথমত এই সমীক্ষা তৈরী করা হয় চারটি বিভাগ এর ওপর জোর দিয়ে । সেগুলো হলো রাজনৈতিক ক্ষমতায়নে লিঙ্গ বৈষম্য ,নারী জাতির নিরক্ষরতা দূরীকরণ , এবং নারী জাতির স্বাস্থা । কিন্তু দেখা যাচ্ছে বিজেপি সরকারে আসার পর এসব ক্ষেত্রে একেবারেই পিছিয়ে পড়েছে ভারত । ভাবলেও , ভারতবাসী হিসেবে লজ্জা করে যে বাংলাদেশের মতো দেশ দক্ষিণ পূর্ব দেশগুলির মধ্যে ৪৮ তম স্থানে রয়েছে যেটা এশিয়া দেশগুলোর মধ্যে প্রথম স্থানাধিকারী হিসেবে দেখা হয়। শ্রীলংকা ও নেপাল যথাক্রমে ১০০ এবং ১০৫ স্থানে কয়েছে এই সমীক্ষায়, ভুটান ১২২ নম্বরে , এবং মালদ্বীপ ১১৩নম্বরে রয়েছে একমাত্র আফগানিস্তান এই সমীক্ষার অংশে ছিল না । লিঙ্গ বৈষম্যের সমীক্ষায় আইসল্যান্ড , প্রথম স্থান অধিকার করেছে , এ নিয়ে টানা ১০বার , নরওয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে , আর সুইডেন তৃতীয় স্থান অধিকার করেছে ।
No comments:
Post a Comment