ওয়েব ডেস্ক ১৭ই জানুয়ারি ২০১৯:কয়েক মাস আগেই এই ময়দান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন ২০১৯ বিজেপি ফিনিশ ।সেদিন ছিল ২১ জুলাই , শহীদ দিবস । আর সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গীকার করেছিলেন ১৯ জানুয়ারী ২০১৯ বৃহত্তম ব্রিগেড হবে , যেরকম কথা সেরকম কাজ, বহু প্রতীক্ষিত ১৯ জানুয়ারী আসতে চলেছে আর দুদিন পরে আর এই ১৯ জানুয়ারি দিনই বিশাল ব্রিগেড সমাবেশ হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে। সারা দেশের বি জে পি বিরোধী শক্তিকে একত্রীকরণের ডাক দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে স্মরণ করলেন ১৯৭৭ সালে কিংবদন্তি কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কথা। প্রায় ৪১ বছর আগে তাঁর ডাকে ব্রিগেডে এমনই এক সমাবেশ ঘটেছিল বলে জানালেন মমতা। প্রবীণ ও কিংবদন্তি কমিউনিস্ট নেতা জ্যোতি বসুকে স্মরণ করে যে শ্রদ্ধা ও রাজনৌতিক সৌজন্যের পরিচয় রাখলেন মমতা তা নজিরবিহীন।রাজনৈতিক নক্ষত্রদের মধ্যে থাকবেন লাল কৃষ্ণা আদভানি , অরবিন্দ কেজরিওয়াল, যশবন্ত সিংহ , শত্রুঘন সিনহা , প্রমুখ ।
মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে স্মরণ করলেন ১৯৭৭ সালে কিংবদন্তি কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কথা। প্রায় ৪১ বছর আগে তাঁর ডাকে ব্রিগেডে এমনই এক সমাবেশ ঘটেছিল বলে জানালেন মমতা। প্রবীণ ও কিংবদন্তি কমিউনিস্ট নেতা জ্যোতি বসুকে স্মরণ করে যে শ্রদ্ধা ও রাজনৌতিক সৌজন্যের পরিচয় রাখলেন মমতা তা নজিরবিহীন।রাজনৈতিক নক্ষত্রদের মধ্যে থাকবেন লাল কৃষ্ণা আদভানি , অরবিন্দ কেজরিওয়াল, যশবন্ত সিংহ , শত্রুঘন সিনহা , প্রমুখ ।
No comments:
Post a comment