ওয়েব ডেস্ক ২৩শে জানুয়ারি ২০১৯:যেদিন নীরব মোদী আর মেহুল চোকসির ঘোটালার ব্যাপার প্রকাশ্যে এসেছিল , তার একদিন আগে তারা দেশ ছেড়ে পালিয়ে যান , তখন মিডিয়ায় প্রশ্ন উঠেছিল কি করে মোদী আর চোকসি খবর পেলেন , আর কেই বা তাদের খবর দিল ? সেই প্রশ্নের উত্তর আজও অধরা ।এবার নতুন সিবিআই প্রধান নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটির সিদ্ধান্ত নেওয়ার আগেই বদলি করা হল ২০ অফিসারকে।
সিবিআই-এর অন্তবর্তী প্রধান এম নাগেশ্বর রাও এই বদলির আদেশ দিয়েছেন। বদলি হওয়া অফিসারদের তালিকায় রয়েছেন, নীরব মোদী এবং মেহুল চোকসহির মামলার দায়িত্বে থাকা অফিসার এসকে নায়ারও।নতুন সিবিআই প্রধান বেছে নিতে বৃহস্পতিবার বৈঠকে বসবে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে অলোক বর্মাকে অন্তবর্তী সিবিআই প্রধান পদে বহাল করা হলেও, উচ্চপর্যায়ের কমিটি তাঁকে সরিয়ে দেয়। নিয়োগ করা হয় এম নাগেশ্বর রাওকে। যদিও নাগেশ্বর রাও-এর নিয়োগ নিয়েও সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করা হয়েছে। সিবিআই-এর সরকারি নির্দেশ নামায় দেখা যাচ্ছে নীরব মোদী এবং মেহুল চোকসহির প্রতারণা তদন্তে দায়িত্বে ছিলেন এসকে নায়ার। তাঁকে মুম্বইয়ের অ্যান্টি কোরাপশন ব্যুরোতে সরিয়ে দেওয়া হয়েছে। নায়ারের জায়গায় আনা হয়েছে এ সরাভাননকে। সরাভানন চেন্নাইয়ে এসপির পদে কর্মরত। স্টারলাইটে প্রতিবাদে গুলিচালনার ঘটনার তদন্তের দায়িত্বে ছিলেন তিনি।সিবিআই-এর তরফে টুজি স্পেকট্রাম তদন্তের দায়িত্বে ছিলেন বিবেক প্রিয়দর্শী। তাঁকেও সরিয়ে দেওয়া হয়েছে।
সিবিআই-এর অন্তবর্তী প্রধান এম নাগেশ্বর রাও এই বদলির আদেশ দিয়েছেন। বদলি হওয়া অফিসারদের তালিকায় রয়েছেন, নীরব মোদী এবং মেহুল চোকসহির মামলার দায়িত্বে থাকা অফিসার এসকে নায়ারও।নতুন সিবিআই প্রধান বেছে নিতে বৃহস্পতিবার বৈঠকে বসবে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে অলোক বর্মাকে অন্তবর্তী সিবিআই প্রধান পদে বহাল করা হলেও, উচ্চপর্যায়ের কমিটি তাঁকে সরিয়ে দেয়। নিয়োগ করা হয় এম নাগেশ্বর রাওকে। যদিও নাগেশ্বর রাও-এর নিয়োগ নিয়েও সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করা হয়েছে। সিবিআই-এর সরকারি নির্দেশ নামায় দেখা যাচ্ছে নীরব মোদী এবং মেহুল চোকসহির প্রতারণা তদন্তে দায়িত্বে ছিলেন এসকে নায়ার। তাঁকে মুম্বইয়ের অ্যান্টি কোরাপশন ব্যুরোতে সরিয়ে দেওয়া হয়েছে। নায়ারের জায়গায় আনা হয়েছে এ সরাভাননকে। সরাভানন চেন্নাইয়ে এসপির পদে কর্মরত। স্টারলাইটে প্রতিবাদে গুলিচালনার ঘটনার তদন্তের দায়িত্বে ছিলেন তিনি।সিবিআই-এর তরফে টুজি স্পেকট্রাম তদন্তের দায়িত্বে ছিলেন বিবেক প্রিয়দর্শী। তাঁকেও সরিয়ে দেওয়া হয়েছে।
No comments:
Post a Comment