ওয়েব ডেস্ক ১৭ই জানুয়ারি ২০১৯: এক হলেন ত্রিপুরার বিপ্লব কুমার দেব ,যিনি বাংলা চলচিত্র জগতের কমেডিয়ানদের মনে করান , দ্বিতীয় যোগী আদিত্যনাথ যিনি আবার হিটলারকে মনে করাচ্ছেন ।আর নব তম সংযোজন ধনঞ্জয় কুলকার্নি , তিনি কার মতো হতে চাইছেন সে একমাত্র তিনিই বলতে পারবেন ।প্রসঙ্গত প্রায় ১০৮ ধরনের আগ্নয়াস্ত্র উদ্ধার করা হয়েছে মহারাষ্ট্রের থানের বিজেপি নেতা ধনঞ্জয় কুলকার্নির দোকান থেকে।
তার মধ্যে আছে বন্দুক, ছুরি ও অন্যান্য অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। বুধবার কল্যান ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা কুলকার্নির দোকানে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেন। বর্তমানে এই বিজেপি নেতাকে বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন যে কুলকার্নি মুম্বাই থেকে অস্ত্র এনে তা কল্যান ও দম্বিভ্যালিতে স্থানীয় গুন্ডাদের কাছে বিক্রি করতেন। দম্বিভ্যালির বিজেপির ডিপুটি চিফ ছিলেন এই ধনঞ্জয় কুলকার্নি। এখন কথা উঠছে কাদের নিয়ে রাজনীতি করে বিজেপির ?কাউকে কোনো পদে বসাবার আগে তার নাড়ীনক্ষত্র খোঁজ করাও প্রয়োজন মনে করেনা বিজেপি । যদি কোর্ট তাহলে এই বিড়ম্বনার মধ্যে পড়তে হতনা ।
No comments:
Post a comment