ওয়েব ডেস্ক ১১ই জানুয়ারি ২০১৯: এরকম ব্যবহার কি আশা করেছিলেন বিজেপি নেতারা ? এখানেই প্রশ্ন উঠেছে , প্রধানমন্ত্রী কি তার কথা রেখেছিলেন ? কি কথা ? বছরে ১ কোটি বেকারদের চাকরি দেওয়ার কথা , তিনিই তো বলেছিলেন ।উপরোন্ত নাগরিকপঞ্জী নিয়ে এমন বিদিকিচ্ছিরি ব্যাপার ঘটিয়েছেন যে , যারা কয়েক পুরুষ ধরে অসমে বাস করছিলেন তারাই এখন ডিটেনশন ক্যাম্পে ।
প্রসঙ্গত অসমের কৃষক মুকুল সংগ্রাম সমিতির ( কে এম এস এস ) উপদেষ্টা অখিল গগৈ জানালেন , কে এম এস এস সহ মোট ৭০টি সহযোগি দল নাগরিকত্ব সংশোধনী বিল , ২০১৯ -এর প্রতিবাদে অসমে লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , বি জে পি সভাপতি অমিত শাহ ও শাসক বি জে পি -র কেন্দ্রীয় মন্ত্রীদের প্রবেশ করতে দেবে না।অখিল জানান ,” অসমের মানুষের ভাবাবেগ নিয়ে ছেলেখেলা করেছেন তারা , বিশ্বাসভঙ্গ করেছেন ,সুতরাং এখানে নির্বাচনি প্রচার করতে পারবেননা। সারা রাজ্য জুড়ে এই বিলের বিরুদ্ধে যে প্রতিবাদ গড়ে উঠেছে ,তাতে এটা পরিষ্কার যে এই সরকারকে এই রাজ্যের মানুষ আর চান না। এই রাজ্যের যেখানে যেখানে বি জে পি নির্বাচনি সভা আর অন্য যা কিছুই করুকনা কেন আমরা তাতে বাধা দেব , কালো পতাকা তুলে বিক্ষোভ দেখাব। ”
প্রসঙ্গত অসমের কৃষক মুকুল সংগ্রাম সমিতির ( কে এম এস এস ) উপদেষ্টা অখিল গগৈ জানালেন , কে এম এস এস সহ মোট ৭০টি সহযোগি দল নাগরিকত্ব সংশোধনী বিল , ২০১৯ -এর প্রতিবাদে অসমে লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , বি জে পি সভাপতি অমিত শাহ ও শাসক বি জে পি -র কেন্দ্রীয় মন্ত্রীদের প্রবেশ করতে দেবে না।অখিল জানান ,” অসমের মানুষের ভাবাবেগ নিয়ে ছেলেখেলা করেছেন তারা , বিশ্বাসভঙ্গ করেছেন ,সুতরাং এখানে নির্বাচনি প্রচার করতে পারবেননা। সারা রাজ্য জুড়ে এই বিলের বিরুদ্ধে যে প্রতিবাদ গড়ে উঠেছে ,তাতে এটা পরিষ্কার যে এই সরকারকে এই রাজ্যের মানুষ আর চান না। এই রাজ্যের যেখানে যেখানে বি জে পি নির্বাচনি সভা আর অন্য যা কিছুই করুকনা কেন আমরা তাতে বাধা দেব , কালো পতাকা তুলে বিক্ষোভ দেখাব। ”
No comments:
Post a comment