ওয়েব ডেস্ক ৬ই জানুয়ারি ২০১৯: লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারি করণের অভিযোগ আগেই উঠেছিল বিজেপি সরকারের বিরুদ্ধে ।একের পর এক কেন্দ্রের অধীনস্ত কারখানাগুলোকেও বন্ধ করে দিচ্ছে এবার ভারতীয় আবেগের সাথে জড়িত আকাশবাণীর দিকে বিজেপি সরকারের কুদৃষ্টি পড়ল ।কেন্দ্রের পরিকল্পনা মাফিক চিরতরে ধংস হয়ে গেলো আকাশ বাণী ৩ রা জানুয়ারি থেকেই প্রসারভারতী সহ ৫ টি আঞ্চলিক ভাষার চ্যানেল বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার।
একদিন এই 'প্রসার ভারতী' থেকেই নেহেরুজী'র মুখে প্রথম স্বাধীনতার বার্তা পেয়েছিল দেশবাসী ।
এমনকি দেশের সংকট কালে বারংবার রাষ্ট্রপতি সহ প্রধানমন্ত্রীরা দেশবাসীর সাথে সেতুবন্ধন করেছেন এই 'অল ইন্ডিয়া রেডিও'।কিন্তু বিজেপি সরকারের কাছে এর কোনো মূল্য নেই বলেই মনে হচ্ছে , যদি থাকতো তাহলে এরকম গর্হিত কাজটি করতোনা ।দীর্ঘদিন দেশবাসীর কাছে শিক্ষা প্রতিষ্ঠানের কাজ করেছে আঞ্চলিক ভাষার এই ৫ টি চ্যানেল কিন্তু আজ ভারতীয় ঐতিহ্য ধংস করে দিলো কেন্দ্র সরকার। অথচ ভারতীয় ঐতিহ্য রক্ষায় কুমিরের কান্না কেঁদে জনগণকে বোকা বানিয়ে চলেছেন এই মোদীজি।এই মুখে এক কথা আর মনে এক কথা এটা কি ঠিক ? যখন দেখতে পারছেন মোদীজি ,ইতিমধ্যেই ৩টি রাজ্য হাতছাড়া হয়ে গেছে তার ।
একদিন এই 'প্রসার ভারতী' থেকেই নেহেরুজী'র মুখে প্রথম স্বাধীনতার বার্তা পেয়েছিল দেশবাসী ।
এমনকি দেশের সংকট কালে বারংবার রাষ্ট্রপতি সহ প্রধানমন্ত্রীরা দেশবাসীর সাথে সেতুবন্ধন করেছেন এই 'অল ইন্ডিয়া রেডিও'।কিন্তু বিজেপি সরকারের কাছে এর কোনো মূল্য নেই বলেই মনে হচ্ছে , যদি থাকতো তাহলে এরকম গর্হিত কাজটি করতোনা ।দীর্ঘদিন দেশবাসীর কাছে শিক্ষা প্রতিষ্ঠানের কাজ করেছে আঞ্চলিক ভাষার এই ৫ টি চ্যানেল কিন্তু আজ ভারতীয় ঐতিহ্য ধংস করে দিলো কেন্দ্র সরকার। অথচ ভারতীয় ঐতিহ্য রক্ষায় কুমিরের কান্না কেঁদে জনগণকে বোকা বানিয়ে চলেছেন এই মোদীজি।এই মুখে এক কথা আর মনে এক কথা এটা কি ঠিক ? যখন দেখতে পারছেন মোদীজি ,ইতিমধ্যেই ৩টি রাজ্য হাতছাড়া হয়ে গেছে তার ।
No comments:
Post a Comment