Friday, 11 January 2019

এবার প্রাক্তন সিবিআই প্রধান সরাসরি নরেন্দ্র মোদির দিকে আঙ্গুল তুললেন ৷

ওয়েব ডেস্ক ১১ই  জানুয়ারি ২০১৯: সরাসরি  সরকারের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন সিবিআইয়ের অলোক ভর্মা , প্রথমে সাফল্য পেলেও  , সেই নিয়মের বেড়াজালেই তাকে আবার হারতে হল । প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশে পুনরায় সিবিআই প্রধানের দায়িত্ব নেওয়ার পরেই ফের সরতে হল। ২৪ ঘণ্টাও কাটল না। সিভিসি–র রিপোর্টকে ভিত্তি করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সিলেক্ট কমিটি বৃহস্পতিবার ফের অলোক বর্মাকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছে। অন্তর্বর্তীকালীন প্রধান হিসাবে ফের দায়িত্ব দেওয়া হয়েছে এম নাগেশ্বর রাওকে। আর এই ঘটনার পর মুখ খুলেছেন অপসারিত সিবিআই ডিরেক্টর।
বর্মার দাবি, মিথ্যা অভিযোগের ভিত্তিতেই তাঁকে ছেঁটে ফেলে বদলি করা হয়েছে। নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা৷ একের পর এক বিস্ফোরক অভিযোগও এনেছেন৷ সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে নাম না করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন তিনি৷ বলেন, ‘বিভিন্ন বিষয়ে বাইরে থেকে আমার উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল৷ সিবিআই–এর মতো তদন্তকারী সংস্থার স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা হচ্ছিল৷ আমি সংস্থার স্বতন্ত্রতার পক্ষে দাঁড়িয়েছিলাম৷’ কেবল বর্মা নন, সিলেক্ট কমিটি সিবিআই প্রধানকে বরখাস্ত করার পরই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ শানিয়েছে কংগ্রেসও৷ বর্মাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে, ভয় পেয়ে প্রধানমন্ত্রী তাঁকে সরিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেছে তাঁরা৷ রাফালে ইস্যু টেনে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও৷ তবে এই ভাবে অলোক ভর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকেই যে আঙ্গুল তুলবেন এটা হয়তো কেউই ভাবতে পারেননি ৷ এরকম ভারতীয় রাজনীতিতে কস্মিনকালে দেখা দিচ্ছে বলেও মনে হয়না ৷ সিবিআই প্রধান যেই ভাবে সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন তাতে একটা জিনিসই প্রমান হয় , দেশের অবস্থাটাকে কোথায় নিয়ে গেছে বিজেপি সরকার ৷

No comments:

Post a Comment

loading...