Monday, 14 January 2019

বিজেপির আমলে শিক্ষা ,স্বাস্থ্য ক্ষেত্রে রসাতলে গেছে দেশ :অমর্ত্য সেন

ওয়েব ডেস্ক ১৪ই  জানুয়ারি ২০১৯: বর্তমান বিজেপি সরকারের সমন্ধে বলতে গিয়ে একাধিকবার নোবেল জয়ী অর্থনৈতিকবিদ অমর্ত্য সেন তাদের তুলোধোনা করেছিলেন ।গতকাল বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের আলোচনাসভায় উপস্থিত ছিলেন তিনি , সেখানেও তিনি তার অবস্থান পরিবর্তন করলেননা , এখানেও তিনি বিজেপি সরকারের কড়া সমালোচনা করলেন ।
তিনি বলেন ‘আমার মনে হয়, ভারতে এখন দু’ধরনের সমাজ রয়েছে, একটি উচ্চবিত্ত অন্যটি নিম্নবিত্ত। এই নিম্নবিত্ত সমাজের মানুষেরা জানে না, কী ভাবে পুলিশের কেস থেকে বেল পেতে হয়। তাদের পর্যাপ্ত খাবার নেই, স্কুলে যেতে পারে না।’’শুধু অমর্ত্য সেন নয়, বিশিষ্ট অর্থনীতিবিদ প্রণব বর্ধন তাঁর বক্তব্যে সংরক্ষণ প্রশ্নে বলেন,  ‘‘ভারতবর্ষে যখনই সামাজিক ন্যায়বিচারের কথা ওঠে, তখন প্রথম মত হচ্ছে সংরক্ষণ। এটা বলা সহজ, কারণ বাজেট থেকে এর জন্য টাকা দিতে হয় না। অথচ সরকারি চাকরির ক্ষেত্রে সংরক্ষণ করা হলেও বেশির ভাগ দলিত এবং আদিবাসী বাচ্চারা খুব কম বয়সেই স্কুলছুট হয়ে যাচ্ছে।’’স্বাস্থ্য প্রসঙ্গেও মোদী সরকারকে এক হাত নিয়েছেন প্রণব। তাঁর মতে, ‘‘স্বাস্থ্যের ক্ষেত্রে মোদী সরকারের আয়ুষ্মান ভারত গোটা ব্যবস্থাকে বেসরকারিকরণের দিকে ঠেলে দিচ্ছে। এটা আমেরিকার মডেলের দিকে।’’ প্রথমত অমর্ত্য সেনের সাথে কখনোই বিজেপির সম্পর্ক মধুর নয় ।নোটবন্দির সময়  অমর্ত্য সেন কেন্দ্রের তুলোধোনা করেছিল , সেই থেকে সম্পর্ক খারাপ , তবুও কি করে দেশের উন্নতি হবে তার জন্য কি কখনো অমর্ত্য সেনের উপদেশ চেয়েছিল অরুন জেটলিরা?

No comments:

Post a Comment

loading...