ওয়েব ডেস্ক ১২ই জানুয়ারি ২০১৯: আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি এক চুলও যে জমি ছাড়বেনা এবং যেন তেন প্রকারে জিততে চাইবে সেটা বিজেপি সভাপতি অমিত শাহের কথাতেই পরিষ্কার । বিজেপি সেনাপতি অমিত শাহ দিল্লিতে দলের কনভেনশনে বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ২০১৯–এর লোকসভা ভোট হবে পাণিপথের যুদ্ধ।
১৭৬১–র পাণিপথের যুদ্ধের আগে মারাঠারা দেশের অধিকাংশ এলাকা মুক্ত করে ফেলেছিল। ঠিক সেরকমই বিরোধীদের হার হবে। বিজেপির জন্য এই নির্বাচন যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ দেশের মানুষের পক্ষেও। কারণ এই লড়াই হবে নীতির লড়াই, আদর্শের লড়াই। ক্ষমতার লোভে বিরোধীরা মহাজোট গড়ছে বলে প্রকাশ্যে এদিন অভিযোগ করেছেন অমিত শাহ। ভোটের আগেই অযোধ্যায় রামমন্দির তৈরি করতে মরিয়া বিজেপি। কিন্তু নানা অজুহাতে কংগ্রেস তাতে বাধা তৈরি করছে । অমিত শাহের অভিযোগ কংগ্রেস অকারণে দুর্নীতির জিগির তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হারাতে মরিয়া হয়ে উঠেছে। অথচ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এখন দুর্নীতি মামলায় জামিনে বাইরে আছেন। বিদ্যজনেদের একাংশের অভিমত পাণিপথের কথা উল্লেখ করে অমিত শাহ ঠিক কি বলতে চেয়েছিলেন সেটা খোলসা করা উচিত ওনার ।
১৭৬১–র পাণিপথের যুদ্ধের আগে মারাঠারা দেশের অধিকাংশ এলাকা মুক্ত করে ফেলেছিল। ঠিক সেরকমই বিরোধীদের হার হবে। বিজেপির জন্য এই নির্বাচন যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ দেশের মানুষের পক্ষেও। কারণ এই লড়াই হবে নীতির লড়াই, আদর্শের লড়াই। ক্ষমতার লোভে বিরোধীরা মহাজোট গড়ছে বলে প্রকাশ্যে এদিন অভিযোগ করেছেন অমিত শাহ। ভোটের আগেই অযোধ্যায় রামমন্দির তৈরি করতে মরিয়া বিজেপি। কিন্তু নানা অজুহাতে কংগ্রেস তাতে বাধা তৈরি করছে । অমিত শাহের অভিযোগ কংগ্রেস অকারণে দুর্নীতির জিগির তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হারাতে মরিয়া হয়ে উঠেছে। অথচ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এখন দুর্নীতি মামলায় জামিনে বাইরে আছেন। বিদ্যজনেদের একাংশের অভিমত পাণিপথের কথা উল্লেখ করে অমিত শাহ ঠিক কি বলতে চেয়েছিলেন সেটা খোলসা করা উচিত ওনার ।
No comments:
Post a Comment